For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁর নামে FIR হওয়ার পরই RSS, BJP ও সহনাগরিকদের কাছে ক্ষমা চাইলেন কবীর সুমন

  • |
Google Oneindia Bengali News

শনিবার নিজের গালাগালকে মান্যতা দিয়ে একটি ফেসবুক পোস্ট করেছিলেন কবীর সুমন৷ সেই পোস্টে তিনি কার্যত হুমকির সুরে লিখেছিলেন, 'যা করেছি তা, দরকার হলেই, আবার করব।' কিন্তু তারপরই রাজ্যের বিভিন্ন প্রান্তে কবীর সুমনের বিরুদ্ধে একাধিক আইনি অভিযোগ দায়ের হয়৷ এবং তারপরই রবিবার সকালে একটি 'ফ্রেন্ডস ওনলি' পোস্টে আরএসএস, বিজেপি ও সহনাগরিকদের কাছে ক্ষমা চাইলেন কবীর সুমন৷

ক্ষমা চাইলেন কবীর সুমন

'ভেবে দেখলাম, সেদিন টেলিফোনে এক সহনাগরিককে যে গাল দিয়েছিলাম সেটা সুশীল সমাজের নিরিখে গর্হিত কাজ। এতে কাজের কাজ কিছুই হল না মাঝখান থেকে অনেকে রেগে গেলেন, উত্তেজিত হলেন। এমনিতেই করোনার উৎপাৎ। তার ওপর ফোনে গালমন্দ - লাভ কী। তাই আমি সেই সহনাগরিকের কাছে, বিজেপি আর এস এসের কাছে এবং বাঙালিদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।'

তবে এখানেই থামেননি সুমন তিনি আরও লেখেন, 'অক্ষম মানুষই কটুক্তি করে। সত্যিকার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা যদি থাকত তাহলে কি আর খিস্তি করতাম। আমাদের দেশে যাঁরা একদিন বিদেশী প্রভুত্বের অত্যাচারের প্রতিশোধ নিয়েছিলেন তাঁরা তো খিস্তি করেননি। সেই ক্ষমতা আমার নেই তাই গালাগাল। অক্ষমের হাতিয়ার। কোনও কাজেই লাগে না। উলটে, রেগে যাওয়া ভদ্রজনেদের উত্তেজনাবৃদ্ধির কারণে এই শহরের আইনরক্ষীদের চিন্তা ও কাজ বাড়ায় - মিছিমিছি।'

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে গায়ক কবীর সুমন ও একটি বাংলা টিভি চ্যানেলের এক সাংবাদিকের ফোনে কথপোকথন। এই ফোনকলের রেকর্ডিংয়ে কবীর সুমনকে
সেই সাংবাদিক, আরএসএস, বিজেপি, টিভি চ্যানেল, বাঙালি ও মাড়োয়ারি এবং হিন্দু সম্প্রদায়কে কদর্য ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছে।

তিনি আরও লেখেন, 'আমার খিস্তিতে যাঁরা দু:খ পেয়েছেন, ক্রুদ্ধ হয়েছেন, আমাকে শিক্ষা দেওয়ার উপায় সন্ধানে এই শীতের রাতটা হয়তো না ঘুমিয়ে কাটাবেন তাঁদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের যদি ভাবতে ভাল লাগে যে আমি খুব ভয় পেয়ে এটা লিখছি তো তাইই ভাবুন। যেটা ভাবলে আপনাদের মন ভাল হয়ে ওঠে সেটাই ভাবুন। আমার নামে গাল না দিয়ে যাঁরা বহুকাল হলো শান্তি পান না তাঁরা please চালিয়ে যান, ঐভাবে শান্তি পান। আইনরক্ষীরা নিশ্চিন্ত থাকুন। আমি চেষ্টা করব সব ব্যাপারে একদম চুপ করে থাকতে। আর কোন্ কোন্ ব্যাপারে কে কে আমার কাছে ক্ষমাপ্রার্থনা দাবি করছেন বা করবেন বলে ভাবছেন দয়া করে একটি তালিকা বানিয়ে ডাকযোগে পাঠান। আমি নতমস্তকে সম্মতিসূচক সই করে দেবো।'

English summary
After the FIR was registered against Kabir Suman apologized to RSS, BJP and fellow citizens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X