For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা দায়িত্ব নিতেই নয়া সিদ্ধান্ত! তৃণমূলের জন্য বাড়ির খোঁজ দক্ষিণ কলকাতায়

কোন পদ নেই তৃণমূলে। যাঁদের যা দায়িত্ব ছিল সবাই তা লিখিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে তুলে দিয়েছেন তৃণমূলের (Trinamool Congress) শীর্ষ নেতারা। যার জেরে এখন দলের সাংগঠনিক ও রাজনৈতিক দায়িত্ব ছাড়াও

  • |
Google Oneindia Bengali News

কোন পদ নেই তৃণমূলে। যাঁদের যা দায়িত্ব ছিল সবাই তা লিখিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে তুলে দিয়েছেন তৃণমূলের (Trinamool Congress) শীর্ষ নেতারা। যার জেরে এখন দলের সাংগঠনিক ও রাজনৈতিক দায়িত্ব ছাড়াও আর্থিক দায়িত্বও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই দায়িত্ব হাতে পাওয়ার পরেই তপসিয়ায় তৃণমূলের নতুন অফিস (Party Office) তৈরি নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

 আধুনিক পার্টি অফিস তৈরি শুরু হয়েছিল তপসিয়ায়

আধুনিক পার্টি অফিস তৈরি শুরু হয়েছিল তপসিয়ায়

২০২১-এ তপসিয়ায় তৃণমূলের রাজ্য দফতর ভেঙে নতুন ও আধুনিক ভবন তৈরির কাজ শুরু করা হয়েছিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়। সেখানে নেতা-কর্মীদের বসার ঘর ছাড়াও, থাকার জায়গা, ক্যান্টিন, কার পার্কিং, কনফারেন্স হল তৈরির পরিকল্পনা নিয়ে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। নতুন এই ভবন তৈরি করতে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের কাছ থেকে ১ লক্ষ টাকা করে সাহায্য করার কথাও বলা হয়েছিল।

২০০৪-এ তৈরি হয় তৃণমূলের তপসিয়ার অফিস

২০০৪-এ তৈরি হয় তৃণমূলের তপসিয়ার অফিস

১৯৯৮ সালে তৃণমূল তৈরি হওয়ার পরে প্রথম কয়েকটি বছর কালীঘাটে নেত্রীর বাড়ি থেকেই দলের কাজ চলত। এরপর ২০০৪ সালে তপসিয়ায় তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়। সেখান থেকেই দলের রাজ্য দফতরের কাজ চলত। বাড়িটি তিনতলা হলেও, সেখানে আধুনিকতার ছোঁয়া ছিল না। সেখানে নতুন ভবন তৈরির সিদ্ধান্তের পরে দলের কাজ চালাতে কাছেই দুটি অস্থায়ী অফিস ঘরও তৈরি করা হয়।

নতুন বাড়ি দেখতে নির্দেশ

নতুন বাড়ি দেখতে নির্দেশ

দলের সব দায়িত্ব হাতে নেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নতুন ভবন তৈরিতে পুনর্বিবেচনার নির্দেশ দেন বলে সূত্রের খবর। দলনেত্রীর মতে তৃণমূলের মতো দলের জন্য সেরকম পরিকল্পনা করা হয়েছে, সেরকম অফিস বাড়ির প্রয়োজন নেই। এব্যাপারে তিনি ফিরহাদ হাকিমকে বলেছেন, দক্ষিণ কলকাতায় ১০ হাজার স্কোয়ার ফুটের একটি বাড়ি দেখতে। আপাতত বাড়ি ভাড়া নেওয়ার কথাই তিনি বলেছেন। সেখানে সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের বসার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব পরীক্ষককে দিয়ে দলের আর্থিক অবস্থা, আয়ব্যয়ের হিসেব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের দেখভালের কথাও বলেছেন। তিনি বলেছেন, তৃণমূল মা-মাটি-মানুষের দল। সেই কারণে দলের অফিস অত্যাধুনিক হতে পারে না।

তাৎপর্যপূর্ণ পদক্ষেপ

তাৎপর্যপূর্ণ পদক্ষেপ

যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অফিস আধুনিক করতে পদক্ষেপ নিয়েছিল, তাঁকে নিয়ে টানাপোড়েন শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায়চ জানিয়েছেন, দলের তরুণ নেতারা ক্যামাক স্ট্রিটের অফিসেই কাজকর্ম করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ক্যামাক স্ট্রিটের অফিসেই বসতেন।

Weather Update: শীতের দাপুটে ইনিংস অব্যাহত, কিন্তু কত দিন? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটWeather Update: শীতের দাপুটে ইনিংস অব্যাহত, কিন্তু কত দিন? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

English summary
After taking all responsibility of TMC, Mamata Banerjee has decided to take house in South Kolkata for party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X