For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার সমকামী যুগলের দাম্পত্য জীবন আনন্দে ভরে উঠেছে চেন্নাইয়ে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ৪ ফেব্রুয়ারি : ঠিক যেমন বাঙালি বিয়ে হয় এবিয়েও ঠিক তেমনই ছিল। শাঁখ বাজানো, উলু দেওয়া, সিঁদুর দান সবই হয়েছে বিয়েতে। তফাৎটা শুধু এক জায়গাতেই। বিয়ের 'পাত্র-পাত্রী' দুজনেই মহিলা। বা বলা ভাল সফল কর্মব্যস্ত মহিলা। গতবছর ২৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কলকাতার সমকামী দম্পতি শ্রী ও সুচন্দ্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিজন বন্ধুবান্ধবদের একটা বড় অংশই। [সমকামী 'রোগ' সারাতে সন্তানের ধর্ষণ করায় মা-বাবাই!]

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুচন্দ্রা দাস পেশায় সফল ফোটোগ্রাফার। অন্যদিকে শ্রী মুখোপাধ্যায় কর্পোরেট ব্যক্তিত্ব। বিয়ের পর আপাতত তাদের ঠিকানা চেন্নাই।

কলকাতার সমকামী যুগলের দাম্পত্য জীবন আনন্দে ভরা চেন্নাইয়ে

মঙ্গলবারই ৩৭৭ ধারা নিয়ে পুনর্বিবেচনায় সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। শ্রী ও সুচন্দ্রা দুজনেরই মতে কোনও গণতান্ত্রিক দেশে কেউ কাউকে কারোর ভালবাসার অধিকার নিয়ে জোর করতে পারে না, বা বলে দিতে পারে না কে কাকে ভালভাসবে আর কাকে না। [(ভিডিও) ভারতের প্রথম 'লেসবিয়ান' বিজ্ঞাপন দাপিয়ে বেড়াচ্ছে সোস্যাল মিডিয়া!]

সমকামী এই নবদম্পতির মতে ৩৭৭ ধারা শুধুমাত্র সমকামী সম্পর্কের বিষয় বা এলজিবিটি সম্প্রদায়ের জন্য এই আইন নয়। প্রশ্ন এখানে মানুষের অধিকারের। [সমকামী হওয়ার অপরাধে আমেদাবাদে দুই পুলিশের হাতে ধর্ষিত যুবক]

তবে শ্রীয়ের কথায় "চেন্নাইয়ে চলে যাওয়াটা একান্তই পেশার জন্য নেওয়া সিদ্ধান্ত। তবে কথায় বলে ভাল সময়টা ছদ্মবেশে আসে। আমাদের ক্ষেত্রেও চেন্নাই চলে যাওয়াটা সেইরকমই। কলকাতায় প্রচন্ড অস্বস্তিতে যে পড়েছিলাম তা নয়, তবে লোকজন ঘুরে ঘুরে দেখত আমাদের, নাক কুঁচকোতো। কিন্তু চেন্নাইয়ের মানুষের অন্যের বিষয়ে মাথা ঘামানোর মানসিকতাটা নেই। তাই আমাদের বাড়ির মালিক ফ্ল্যাটের চাবি আমাদের হাতে তুলে দেওয়ার আগে একবারও ভ্রূ ওঁচাননি, অফিসের সহকর্মীদেরও আমাদের বিয়েটা নিয়ে কোনও সমস্যা নেই। এখনও পর্যন্ত আমাদের বিয়ের জন্য চেন্নাইয়ে কোনও সমস্যায় পড়তে হয়নি।"

সুচন্দ্রার কথায়, আমকা গত ৫ বছর ধরে একসঙ্গে রয়েছি। একে অপরকে খুব ভালবাসি, তাই বিয়েও করেছি। এটা সমকামিতার মতোই স্বাভাবিক বা অস্বাভাবিক (কারো কারো মতে)।

বর্তমানে সমাজের দৃষ্টিভঙ্গি অনেক বদলিয়েছে। কিন্তু এখনও সমাজের কিছু মানুষের মধ্যে সমকামিতা, রূপান্তরকামীদের নিয়ে অনেক গোঁড়া মনোভাব রয়ে গিয়েছে। শ্রী-সুচন্দ্রার আশা একদিন সবাই ঠিক বুঝবে সমকামিতাও এক নারী ও পুরুষের ভালবাসার মতোই স্বাভাবিক ও সুস্থ সম্পর্ক। প্রেমের জয় একদিন হবেই।

English summary
after marriage Kolkata Lesbian couple staying in Chennai happily ever after
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X