বরাবরই 'দ্বিচারি' মমতা! উদাহরণ দিয়ে আর যা বললেন অধীর
বরাবরই দ্বিচারিতার রাজনীতিতে বিশ্বাস করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাষাতেই আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজনৈতিক খুন থেকে মূল্যবৃদ্ধি এমন কী এসপির বদলি নিয়েও তৃণমূল নেত্রী দ্বিচারিতা করেছেন বলে অভিযোগ অধীর চৌধুরীর।

দ্বিচারিতার রাজনীতি করেন মমতা। আর তৃণমূল মানেই দ্বিচারিতা। এই বক্তব্যে সমর্থনে বেশ কিছু তথ্য তুলে দরেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ যেমন অসুবিধায় পড়ছেন, অন্যদিকে এর ফলে লাভবান হচ্ছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই। যদিও এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রকেই দোষারোপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল।
এসপির বদলি নিয়ে দ্বিচারিতার কথা বলতে গিয়ে, অধীর চৌধুরী বলেন, বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলেছিলেন পুরনো এসপি। সেই জন্য ওই এসপিকে বদল করা হয়। এরপর নতুন এসপি এসেও ওই মৃত্যুকে আত্মহত্যাই বলছেন।
যদি খুনের দায়ে এসপিকে বদল করা হয়, তাহলে পঞ্চায়েত ভোটের সময় বেলডাঙা, নওদা-সহ মুর্শিদাবাদে যে খুন হয়েছে, তাতে ওই জেলার এসপিকেও বদলি করা দরকার।
অধীর চৌধুরীর কটাক্ষ, পরের পর অন্যায় করলে মুখ্যমন্ত্রী তাকে পুরষ্কৃত করেন। আর যিতি সত্যি ঘটনার কথা বলেন, তাকে শাস্তি দেওয়া হয়।