For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণ! চলচ্চিত্র জগতে শোকের ছায়া

প্রয়াত অভিনেতা (Actor) অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) । পরিবার সূত্রে খবর, গভীর রাতে হৃদরোগে আক্রান্ত (heart attack) হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর।

  • |
Google Oneindia Bengali News

প্রয়াত অভিনেতা (Actor) অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) । পরিবার সূত্রে খবর, গভীর রাতে হৃদরোগে আক্রান্ত (heart attack) হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর।

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়ান! চলচ্চিত্র জগতে শোকের ছায়া

সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতেও একটি চ্যানেলের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। সেখানেই অসুস্থ বোধ করেন তিনি। বমি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। অভিনেতার দাবি মতো, বাড়িতেই চিকিৎসা শুরু হয়। বাড়িতেই স্যালাইনের বন্দোবস্ত করা হয়। কিন্তু রাত একটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। আপাতত বাড়িতেই রাখা রয়েছে তাঁর দেহ।

খবর পেয়ে বাড়িতে যান দীর্ঘদিনের সহকর্মী এবং বন্ধু লাবনী সরকার-সহ অন্য অভিনেতা-অভিনেত্রীরা। তাঁরা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত। লাবনী সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বন্ধু, পরিবারকে হারালেন। তিনি বলেন, ভাবতেই পারছেন না সে নেই। সে আর কথা বলবে না। এই মুহূর্তে পরিবারের পাশে থাকতে চান লাবনী সরকার।

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়ান! চলচ্চিত্র জগতে শোকের ছায়া

১৯৬৪ সালের ৩০ এপ্রিল বরাহনগরে জন্ম তাঁর। বরাহনগরের রামকৃষ্ণ মিশনে পড়াশোনা। পরে শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ। অভিনয় জীবনের শুরু ১৯৮৬ সালে। তরুণ মজুমদারের পথ ভোলা ছবিতে অভিনয় করেন তিনি। সেই ছবিতে তাঁর সহ অভিনেতারা হলেন, সন্ধ্যা রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল এবং উৎপল দত্ত। তিনি টানা চলচ্চিত্রে অভিনয় করেছেন একের পর এক। তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, মায়ার বাঁধন, একের পর এক ছবি করেছিলেন তিনি। দর্শকদের কাছে জনপ্রিয়ও ছিলেন তিনি। মধ্যে ধারাবাহিকে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি মোহর এবং খড়কুটো ধারাবাহিকে অভিনয় করেছেন। শ্যুটিং-এর ফ্লোরে তিনি পরিচিত ছিলেন মিঠুদা নামে। এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

বিস্তীর্ণ এলাকায় অক্ষরেখার জেরে আবহাওয়ায় পরিবর্তন! বাংলার জেলাগুলির আপডেট একনজরেবিস্তীর্ণ এলাকায় অক্ষরেখার জেরে আবহাওয়ায় পরিবর্তন! বাংলার জেলাগুলির আপডেট একনজরে

English summary
Actor Abhishek Chatterjee died in heart attack at the age of 57 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X