For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেক নিয়ে এখনও উদ্বেগ কাটেনি পুরোপুরি, তবে তাঁর শারীরিক পরীক্ষা রিপোর্ট আশাব্যঞ্জক

রবিবার রাতে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, অভিষেকের শরীরে এখনও জ্বর রয়েছে। সারা শরীরে ব্যথাও পুরোপুরি কমেনি।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৪ অক্টোবর : তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার নিয়ে এখন উদ্বেগ পুরোপুরি না কাটলেও, তাঁর অবস্থা অনেকটাই সন্তোষজনক। অক্সিজেন চলছে ঠিকই, তবে অভিষেকের শারীরিক সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আশাব্যঞ্জক। সেটাই সাময়িক স্বস্তি দিয়েছে ১৪ সদস্যের মেডিকেল বোর্ডকে।

মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন এখন আগের থেকে অনেকটাই ভালো আছে অভিষেক। এখনও অক্সিজেন চলছে। রবিবার রাতে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, অভিষেকের শরীরে এখনও জ্বর রয়েছে। সারা শরীরে ব্যথাও পুরোপুরি কমেনি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যারের চোখের পরীক্ষা করা হয়। সেই রিপোর্টও সন্তোষজনক।

অভিষেক নিয়ে এখনও উদ্বেগ কাটেনি, তবে রিপোর্ট আশাব্যঞ্জক

চিকিত্‍সকরা জানিয়েছেন, বাঁ চোখের নীচে হাড়ের ফোলা কমছে। তা পুরোপুরি কমলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের নীচে ওই ভাঙা হাড়ে অস্ত্রোপচার করা হবে।

গত মঙ্গলবার বহরমপুরে সভা করে ফেরার পথে হুগলরি হরিপালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তারপর থেকেই বেলভিউ নার্সিংহোমের ২১৭ নম্বর কেবিনে ভর্তি তিনি। এরই মধ্যে শুক্রবার রাতে তাঁর হার্টরেট ঘনঘন ওঠানামা করায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। চিকিত্‍সকরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী সারা রাত ভাইপো অভিষেকের বেডের পাশে ছিলেন।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, অভিষেকের 'ম্যাক্সিলো ফেসিয়াল' অপারেশন ১৪ দিনের মধ্যে করতে হবে। ঘটনার পর ইতিমধ্যেই সাতদিন কেটে গিয়েছে। চিকিৎসকরা আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁর অপারেশন করা সম্ভব হবে। তবে তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নামজাদা এক চক্ষু হাসপাতালের চিকিত্‍সক দল তাঁকে পরীক্ষা করে দেখে অপারেশনের দিনক্ষণ চূড়ান্ত করবে বলে জানা গিয়েছে।

English summary
Abhishek Banerjee still in critical stage, TMC leaders concerned
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X