For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা পাচার কাণ্ডে ইডির তলব! মাঝরাতে সিজিও কমপ্লেক্সে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর

কয়লা পাচার মামলায় (Coal smuggling case) ইডির (ED) তলব পেয়ে রবিবার মধ্যরাতে সিজিও (CGO) কমপ্লেক্সে গেলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মে

  • |
Google Oneindia Bengali News

কয়লা পাচার মামলায় (Coal smuggling case) ইডির (ED) তলব পেয়ে রবিবার মধ্যরাতে সিজিও (CGO) কমপ্লেক্সে গেলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর (Menoka Gambhir)। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। যদিও সেই সময় ইডির আধিকারিকদের কেউই সেখানে উপস্থিত ছিলেন না। তাঁরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।

শনিবার বিমানবন্দর থেকে ফেরেন মেনকা

শনিবার বিমানবন্দর থেকে ফেরেন মেনকা

শনিবার সন্ধে ৬.৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন মেনকা গম্ভীর। রাত ৯.২০-এর বিমানে তাঁর ব্যাঙ্কক যাওয়ার কথা থাকলেও ইডির নোটিশের জেরে তিনি দেশ ছাড়তে পারেননি। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে বিমানে উঠতে বাধা দেন বলে জানা গিয়েছে। তারপরেই তিনি বাড়ি ফিরে যান। ইডির তরফে লুকআউট নোটিসের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল।

সমন ধরানো হয়েছিল সেই সময়

সমন ধরানো হয়েছিল সেই সময়

মেনকা গম্ভীরের আইনজীবী জানিয়েছেন, শনিবার রাতেই মেনকা গম্ভীরকে ইডির অফিসে হাজিরা দেওয়ার জন্য নোটিশ ধরানো হয়েছিল। দিল্লি থেকে পাঠানো সেই নোটিশে বলা ছিল রবিবার 12.30 AM-এ তাঁকে সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে হবে। সেই মতো উল্লিখিত সময়ের মিনিট পাঁচেক আগেই সিজিও কমপ্লেক্সে আইনজীবীকে নিয়ে হাজির হয়ে যান মেনকা গম্ভীর। প্রধান ফটকের বাইরে সিআরপিএফ জওয়ানদের ইডির নোটিশ দেখান। তারপরে ভিতরে ঢোকার অনুমতি মেলে। এরপর লিফটে করে ওপরে। কিন্তু সেখানে গিয়ে দেখেন সব তালা বন্ধ। কোনও সারা না পাওয়ায় সেখানে বেশ কিছু অপেক্ষা করে আইনজীবীকে নিয়ে নিচে নেমে আসেন মেনকা গম্ভীর।

পরবর্তী নোটিশ অনুযায়ী কাজ

পরবর্তী নোটিশ অনুযায়ী কাজ

সময়ের কোনও গণ্ডগোল হয়েছে কিনা এব্যাপারে প্রশ্ন করা হলে মেনকা গম্ভীরের আইনজীবী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যেভাবে ইডি নোটিশ দিয়েছে সেইভাবেই হাজিরা দিতে গিয়েছিলেন তাঁরা। পরবর্তী সময়ে যদি অন্য কোনও সময় জানিয়ে ইডি নোটিশ দেয়, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মেনকার আইনজীবী।

আইনি ব্যবস্থা, নাকি অন্য কিছু

আইনি ব্যবস্থা, নাকি অন্য কিছু

সাধারণভাবে রাতে কোনও মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে না কোনও তদন্তকারী সংস্থা। এব্যাপারে প্রশ্ন করা হলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর বলেছেন, ইডি ডেকেছিল, তাই এসেছিলেন। এবার কি কোনও আইনি পথে হাঁটবেন, সেই প্রশ্নের উত্তর দেননি মেনকা গম্ভীর কিংবা তাঁর আইনজীবী।

সংবিধানের ৩৭০ ধারা পুনরুদ্ধারের কথা বলে বিভ্রান্তি নয়! ভোটের প্রতিশ্রুতি নিয়ে বড় বার্তা গুলাম নবিরসংবিধানের ৩৭০ ধারা পুনরুদ্ধারের কথা বলে বিভ্রান্তি নয়! ভোটের প্রতিশ্রুতি নিয়ে বড় বার্তা গুলাম নবির

English summary
Abhishek Banerjee's sister-in-law Menoka Gambhir at CGO complex at midnight after get ED summons in coal smuggling case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X