For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমার সামনে হলে মাথায় গুলি করতাম ! নবান্ন অভিযানে আক্রান্ত আধিকারিকের সঙ্গে কথা, 'পরিবর্তন' বোঝালেন অভিষেক

বিজেপির (BJP) নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিশ (Police) সহনশীলতার পরিচয় দিয়েছে। এটাই তৃণমূলের (Trinamool Congress) আমলে পরিবর্তন। তিনি থাকলে মাথায় গুলি করতেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপা

  • |
Google Oneindia Bengali News

বিজেপির (BJP) নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিশ (Police) সহনশীলতার পরিচয় দিয়েছে। এটাই তৃণমূলের (Trinamool Congress) আমলে পরিবর্তন। তিনি থাকলে মাথায় গুলি করতেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এদিন তিনি বিচার বিভাগের একাংশকে নিশানা করার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) নিশানা করেছেন।

বিজেপি মানেই গুণ্ডামী-দাদাগিরি

বিজেপি মানেই গুণ্ডামী-দাদাগিরি

১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৯-এর ১৪ মে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের কথা বলেছেন। তিনি বলেছেন বিজেপি মানেই গুণ্ডামী, ভণ্ডামী, দাদাগিরি, রাহাজানি এবং পুলিশকে মারধর। লাল ঝাণ্ডাধারীরাই এখন গেরুয়া ঝাণ্ডাধারী বলে মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

স্যালুট দেবজিৎ চট্টোপাধ্যায়কে

স্যালুট দেবজিৎ চট্টোপাধ্যায়কে

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে এসএসকেএম হাসপাতালে গিয়ে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। অভিযোগ মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে তাঁর ওপরে লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায় বিজেপির কর্মী-সমর্থকরা। যার জেরে তাঁর হাত ভেঙে যায়। এসএসকেএম সূত্রে খবর দেবজিৎ চট্টোপাধ্যায়ের জন্য আট সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। যেভাবে দেবজিৎ চট্টোপাধ্যায় বিজেপি কর্মীদের মোকাবিলা করেছেন, তাতে তাঁকে স্যালুট জানিয়েছেন অভিষেত বন্দ্যোপাধ্যায়।

তিনি হলে মাথায় গুলি করতেন

তিনি হলে মাথায় গুলি করতেন

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি কর্মীরা পেট্রোল ঢেলে পুলিশের গাড়ি জ্বালিয়েছে। পুলিশের ওপরে হামলা করেছে। পুলিশ সংযমের সঙ্গে তার মোকাবিলা করেছে। তবে সেখানে যদি তিনি থাকতেন, তাহলে মাথায় গুলি করতেন। তিনি বলেছেন মঙ্গলবার সাঁতরাগাছিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে পুলিশ সেখানে গুলি চালাতেই পারত। কিন্তু পুলিশ সেখানে সংযমের পরিচয় দিয়েছে।

বাম আর তৃণমূল আমলের তফাত

বাম আর তৃণমূল আমলের তফাত

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বাম আর তৃণমূল আমলের তফাত করার চেষ্টা করেন। তিনি বলেন, হাম আমলে সিঙ্গুর হয়েছে, নন্দীগ্রাম হয়েছে, ২১ জুলাই ১৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। তিনি বলেন, পুলিশ চাইলেই হিংসার আশ্রয় নেওয়া বিজেপির কর্মীদের দিকে গুলি ছুঁড়তে পারত। কিন্তু তা করেনি। এখানেই বাম আমলের সঙ্গে তৃণমূল আমলের তফাত বলেও মন্তব্য করেন তিনি।

 তৃণমূল কোনও সময় পুলিশের ওপরে হামলা করেনি

তৃণমূল কোনও সময় পুলিশের ওপরে হামলা করেনি

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেছেন, বাম আমলে তৃণমূলের কোনও কর্মসূচি থেকে কোনও হামলা কিংবা ভাঙচুরের ঘটনা ঘটেনি। কেউ তা দেখাতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবি করার পরেই রাজ্যের বিরোধী দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আশিস বন্দ্যোপাধ্যায়দের বিধানসভা ভাঙচুরের কথা তুলে ধরেছে। সেটা কারা করেছিল, সেই ছবি সবার সামনে স্পষ্ট বলেও দাবি করেছে বাম-বিজেপি সকলেই।

বিচারবিভাগকে নিশানা

বিচারবিভাগকে নিশানা

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বিচার বিভাগের একাংশকে নিশানা করেছেন। তিনি বলেছেন, বিচার বিভাগের একাংশের হাত রয়েছে বিজেপির ওপরে। তিনি প্রশ্ন করেন, হাইকোর্ট কীভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চলা কাঁথিতে দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর মামলা বন্ধ করে দেয়। বিজেপির কর্মীরা দোষ করেও আদালতে গিয়ে পার পেয়ে যায় বলেও মন্তব্য করেছেন তিনি।

নিশানায় শুভেন্দু অধিকারী

নিশানায় শুভেন্দু অধিকারী

এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে নিশানা করেন। মহিলা পুলিশ তাঁর গায়ে হাত দিতে পারবে না, এই মন্তব্যকেও কটাক্ষ করেন।

ছবি সৌ:ফেসবুক

আট জেলায় হতে পারে ভারী বৃষ্টি! পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গেআট জেলায় হতে পারে ভারী বৃষ্টি! পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে

English summary
Abhishek Banerjee meets ACP Debjit Chatterjee at SSKM hospital and targets Suvendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X