For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতের আঁধারে সিআর এ্যাভিনিউ-এ এলআইসি বিল্ডিংয়ে আগুন! পুড়ে খাক ১১ তলার অফিসঘর

শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ বৈদ্যুতিন যন্ত্রের ত্রুটির কারণে চিত্তরঞ্জন এভিনিউয়ের এলআইসি বিল্ডিংয়ে আগুন লাগে, তবে এতে কোনও হতাহতের খবর নেই।

Google Oneindia Bengali News

শুক্রবার রাতে হঠাতই আগুন লাগে চিত্তরঞ্জন এ্যাভিনিউ-এ এলআইসি বিল্ডিং-এ। তবে ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এলআইসি বিল্ডিংয়ে আগুন!

আগুন লাগে রাত পৌনে ন'টা নাগাদ। ১৬ চিত্তরঞ্জন এ্যাভিনিউ-এর ১৪ তলার অফিস বাড়িটি থেকে সে সময় কর্মীরা সবাই কাজ শেষ করে বেরিয়ে গিয়েছিলেন। নিরাপত্তারক্ষীরা বহুতল অফিস বাড়িটির ওপর থেকে একের পর এক ঘরগুলি বন্ধ করতে করতে নিচে নামছিলেন। এমন সময় বাইরে থেকে স্থানীয় কিছু মানুষের চিৎকার-চেচামেচির আওয়াজ তাদের কানে আসে। কী হয়েছে জানার জন্য বাইরে তাকালে স্থানীয়রা তাদের আগুন লাগার কথা জানান। নিরাপত্তারক্ষীরা দেখেন বাড়িটির এগারো তলার জানলা দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। এলাকাটি বৌবাজার থানার মধ্যে পড়ে। নিরাপত্তাপক্ষীরা থানায় খবর দেন।

প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চলে আসে বৌবাজার থানার পুলিশ। আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। প্রাথমিকভাবে বহুতলের নিজস্ব অগ্নীনির্বাপক ব্যবস্থার সাহায্যেই আগুন নেভানোর কাজ শুরু হয়। এরপর দমকলের মোট দশটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তাদের সঙ্গে উঁচু মই-ও ছিল। তবে তা কাজে লাগাতে হয়নি বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

রাত সাড়ে ন'টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমকল কর্মীরা জানিয়েছেন গোটা ঘরেই আগুন ছড়িয়ে পড়েছিল। তাই আগুন নেভার পরও ছিল প্রচুর ধোঁয়া। শেষ পর্যন্ত ওই ঘরের জানলার কাঁচগুলি ভেঙে দেন দমকল কর্মীরা। এভাবেই ধোঁয়া বের করে দেওয়া হয়।

আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান অফিস ঘরটিতে থাকা এসি মেশিন থেকে শর্ট-সার্কিট হয়ে আগুন লাগে। ঘরটিতে প্রচুর কাগজ-পত্র থাকায় আগুন ছড়াতে সময় লাগেনি। ঘটনায় কেউ হতাহত না হলেও অফিসের অনেক নথিপত্র পুড়ে গিয়েছে। রাত পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হয়নি। ঘটনার জেরে রাতে কিছুক্ষণের জন্য চিত্তরঞ্জন এ্যাভিনিউ বন্ধও করে দেওয়া হয়।

English summary
A fire broke out at Lic building at Chittaranjan Avenue around 8:45 pm friday evening due to some electrical disorder, but leaves with no casualty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X