For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ব্রিগেড সভা ঐতিহাসিক! দিলীপ ঘোষের মন্তব্যে 'চাঞ্চল্য'

১৯ জানুয়ারি ব্রিগেডকে ঐতিহাসিক বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে তার জন্য তিনি ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর মতে যেসব নেতারা ইতিহাসের পাতায় চলে গিয়েছেন, তাঁদের নিয়েই ব্রিগেড।

  • |
Google Oneindia Bengali News

১৯ জানুয়ারি ব্রিগেডকে ঐতিহাসিক বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে তার জন্য তিনি ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর মতে যেসব নেতারা ইতিহাসের পাতায় চলে গিয়েছেন, তাঁদের নিয়েই ব্রিগেড। ফলে এই ব্রিগেড ঐতিহাসিক। আর যাঁরা আসছেন, তাঁদের কোনও আদর্শ কিংবা নীতি নেই। আগামী নির্বাচন পর্যন্ত এরকম সার্কাস ড্রামা চলবে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

'ঐতিহাসিক ব্রিগেড'

'ঐতিহাসিক ব্রিগেড'

১৯ জানুয়ারি ব্রিগেড ঐতিহাসিক। মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। তাঁর মতে যেসব নেতারা ইতিহাসের পাতায় চলে গিয়েছেন, তাঁদের নিয়েই ব্রিগেড। দিলীপ ঘোষের দাবি, ভারতে যেসব নেতার জনভিত্তি নেই তাঁরাই এই ব্রিগেডে ভিড় করছেন।

দিলীপ ঘোষের দাবি

দিলীপ ঘোষের দাবি

দিলীপ ঘোষের দাবি, যাঁরা আসছেন, তাঁদের কোনও আদর্শ কিংবা নীতি নেই।
আগামী নির্বাচন পর্যন্ত এরকম সার্কাস ড্রামা চলবে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, এতদিনে ভারতবাসীরা একজন যোগ্য প্রধানমন্ত্রী পেয়েছেন।

[আরও পড়ুন: মেগা ব্রিগেড! হাজির ৫ প্রাক্তন মুখ্যমন্ত্রী, ৩ বর্তমান মুখ্যমন্ত্রী, ৫ বারের মুখ্যমন্ত্রী][আরও পড়ুন: মেগা ব্রিগেড! হাজির ৫ প্রাক্তন মুখ্যমন্ত্রী, ৩ বর্তমান মুখ্যমন্ত্রী, ৫ বারের মুখ্যমন্ত্রী]

দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক

দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক

বছরের প্রথম সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্ক তৈরি করেছিলেন দিলীপ ঘোষ। বাঙালি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রিত্বর দাবিদার বলেও মন্তব্য করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে নামতে হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বকে।

[আরও পড়ুন:রাজ্যে হবে কি বাম-কংগ্রেস জোট, ব্রিগেডের আগে রাহুলের বার্তা নিয়ে অসন্তোষ বামেদের][আরও পড়ুন:রাজ্যে হবে কি বাম-কংগ্রেস জোট, ব্রিগেডের আগে রাহুলের বার্তা নিয়ে অসন্তোষ বামেদের]

English summary
19th January Brigade Meeting is Historical, says BJP leader Dilip Ghosh. He said, those who come to attend this meeting hava not publicity in their state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X