For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বণিকমহল স্বাগত জানাল অরুণ জেটলির প্রথম সাধারণ বাজেটকে

Google Oneindia Bengali News

বণিকমহল স্বাগত জানাল অরুণ জেটলির প্রথম সাধারণ বাজেটকে
নয়াদিল্লি, ১০ জুলাই: মোদী সরকারের আজকের সাধারণ বাজেট নিয়ে সবচেয়ে বেশি কৌতুহল ছিল বণিক মহলে। সুদের হার, লগ্নি, মুদ্রাস্ফীতি, প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগে নয়া সরকারের কী কী পন্থা হয় তা নিয়ে একরকম চিন্তায় ছিলেন তাঁরা। অরুণ জেটলির বাজেট পেশের পর মুখে হাসি ফুটেছে শিল্পপতিদের। কে কী বলছেন আসুন দেখে নেওয়া যাক।

কেভি কামাত, অকার্যনির্বাহী পরিচালক আইসিআইসিআই ব্যাঙ্ক : অরুণ জেটলির বাজেটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল পরিকাঠামো ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী ঋণ নেওয়া হলে তা এসএলআর বা সিএলআর দ্বারা নিয়ন্ত্রিত হবে না। মোদী সরকারের প্রথম সাধারণ বাজেটে এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। যদি ১২ বছর আগে যখন আমাদের দরকার ছিল তখন এই বাজেট পেতাম...

আরও পড়ুন : মোদী সরকারের প্রথম সাধারণ বাজেট নিয়ে রাজনৈতিক নেতানেত্রীরা কে কী বলছেন!

মুডিজ (ক্রেডিট রেটিং সংস্থা): কোষাগার ঘাটতি নিয়ন্ত্রণ নিয়ে অর্থমন্ত্রীর বক্তৃতাকে স্বাগত জানাচ্ছে মুডিজ। তবে একই সঙ্গে তারা জানাচ্ছেন কীভাবে এই কোষাগার ঘাটতিকে কমবে তা নিয়ে বিস্তারিত কোনও আলোচনা নেই। এই বিষয়ে সেভাবে কোনও দিশাও দেওয়া হয়নি। অর্থাৎ নয়া সরকারের কোষাগার ঘাটতি কমাতে অভিপ্রায় স্পষ্ট তবে, উপায়ের উল্লেখ নেই। মুডিজের তরফে অতসী শেঠ জানাচ্ছেন, রেটিংয়ের দিক থেকে দেখতে গেলে এই সংক্রান্ত নক্সাচিত্র থাকায় সামান্য ইতিবাচক হলেও বিবরণের অভাবে আমাদের কিছুটা থমকাতে হচ্ছেই।

দীনেশ কানাবার, সিইও কেপিএমজি : কর পরিবর্তনের বিষয়গুলি অত্যন্ত ইতিবাচক। আমাদের স্বপ্নেও আমি এতগুলি ইতিবাচক কর পরিবর্তন ভাবতে পারতাম না। বিদেশী পুঁজি বিনিয়োগকারী সংস্থাগুলি যখন পুঁজি বিনিয়োগ করবে তখন শুধুই ব্যবসায়িক মুনাফা নয়, স্থায়ী মূলধন যাতে তৈরি হয় তা ভাবে তুলে ধরা হয়েছে বাজেটে।

স্বরাজ পাল, অনাবাসী ভারতীয় শিল্পপতি: নয়া বাজেট সংবেদনশীল ও বাস্তববাদী বাজেট। এই বাজেটের ফলে বিদেশী লগ্নিকারীরা ভারতে বিনিয়োগে আকৃষ্ট হবেন। এই বাজেটের ফলে দেশে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলেই আমার আশা।

English summary
Investors welcoming Budget 2014
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X