For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন ক্যাপিটাল হিল হিংসা থেকে ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব, রইল শেষ একবছরের খতিয়ান

মার্কিন ক্যাপিটাল হিল হিংসা থেকে ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব, রইল শেষ একবছরের খতিয়ান

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র একটা সপ্তাহ, এরপরই চিরতরে ইতিহাসের খাতায় চলে যাবে ২০২১। কোভিড আছড়ে পড়েছিল ২০২০ সালে, মানুষকে ভুগতে হয়েছে ২০২১ সালে এসেও৷ কিন্তু ২০২১ শুধুই কি কোভিড আক্রান্ত হয়ে পৃথিবীর ঘুরে দাঁড়ানোর একটি বছর? বিশ্বজুড়ে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে চলতি বছরে৷ এই প্রতিবেদনে রইল তারই খতিয়ান।

মার্কিন ক্যাপিটাল হিল হিংসা

মার্কিন ক্যাপিটাল হিল হিংসা

৬ জানুয়ারির ঘটনা। প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ক্যাপিটাল হিলে চড়াও হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা৷ আমেরিকা তো বটেই, বিশ্বের ইতিহাসে রাষ্ট্রব্যবস্থার এরূপ ভাঙন সত্যিই বিরল। সেই সময় কংগ্রেসের যৌথ অধিবেশনে হামলার ঘটনাও ঘটে৷ গোটা ঘটনার ফলে ক্যাপিটল ভবনে প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল।

মায়ানমারে ধুন্ধুমার

মায়ানমারে ধুন্ধুমার

বছরের দ্বিতীয় মাসের ঘটনা। পয়লা ফেব্রুয়ারিতেই দেশের শাসনক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছিল মায়ানমার সেনা। ঠিক এর আগেই নির্বাচনও হয়েছিল দেশজুড়ে। তাতে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কথা ছিল, নির্বাচনের পর আউঙ সান সু কি ক্ষমতার মসনদে বসবেন। কিন্তু তাঁর বিরুদ্ধেই অভিযোগ ওঠে জাতীয় নথি, ওয়াকি টকি সহ একাধিক বস্তু পাচার করার৷ দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। ১১ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়। প্রাণ হারান ১৩০০ জন।

সুবিচার পেলেন জর্জ ফ্লয়েড

সুবিচার পেলেন জর্জ ফ্লয়েড

জর্জ ফ্লয়েডের কথা কে না জানে। ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জকে হাতকড়া পরিয়ে তাঁকে মাটিতে রগড়ে মেরে ফেলেছিল মার্কিন পুলিশ। ঘটনার ছবি ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। হ্যাশট্যাগে ভাইরাল হয়েছিল ব্ল্যাক লাইভস ম্যাটার৷ সেই পুলিশ আধিকারিক ডেরেক চাউভিনকে ২২ বছর এবং ছ'মাসের কারাদণ্ড দিল সেদেশের আদালত।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার

প্রায় দু'দশক ধরে তালিবানদের বিরুদ্ধে লড়াইয়ের পর অবশেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল আমেরিকা। তথ্য অনুযায়ী, ২০ বছর ধরে চলা এই যুদ্ধে মারা গিয়েছেন প্রায় এক লক্ষ আফগান নাগরিক। প্রাণ হারিয়েছেন ২০০০ জন মার্কিন সেনাও।

ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব

ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব

ইজরায়েল এবং প্যালেস্টাইন বিদ্রোহী দল হামাসের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় মে মাসে। ইজরায়েলি বায়ুসেনা জানায়, হামাসের বিরুদ্ধে তারা একাধিক হামলা করেছে।

যুবরাজ ফিলিপের মৃত্যু

যুবরাজ ফিলিপের মৃত্যু

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী তথা যুবরাজ ফিলিপও প্রাণ হারান এই বছরই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯। ৬৯ বছর ধরে তিনি রাণীর সেবা করেন। ২০১৭ সালে অবসর গ্রহণ করেছিলেন।

English summary
Israel-Palestine conflict to US Capital Hill violence, last year's records
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X