For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতাব্দীর বিধ্বংসী ভূমিকম্প দেখল তুরস্ক, মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গিয়েছে, সাহায্য পাঠাচ্ছে ইজরায়েল

তুরস্ক আর সিরিয়া মিলিয়ে ভূমিকম্পে ৫০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। আহত হয়েছেন ২০০০-রও বেশি

Google Oneindia Bengali News

শতব্দীর ভয়ঙ্করতম ভূমিকম্প দেখল তুরস্ক। ভোর রাতে পর পর তিন বার কেঁপে ওঠে তুরস্কের বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত প্রায় ৩৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তুরস্কের দক্ষিণদিকের প্রায় তিনটি শহর বিপর্যস্ত হয়ে পড়েছে ভূমিকম্পে। একাধিক বহুতল তাসের ঘরের মত গুড়িয়ে গিয়েছে। তুরস্ককে সাহায্য পাঠাচ্ছে ইজরায়েল।

তুরস্ক-সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা ৫০০ পার

তুরস্ক-সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা ৫০০ পার

তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প। সোমবার ভোর রাতে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৯। বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি মৃত্যু সংখ্যাও মারাত্মক আকার নিয়েছে সিরিয়া এবং তুরস্ক মিলিয়ে ৫০০ জনেরও বেশি মারা গিয়েছেন। আহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। শতাব্দীর ভয়ঙ্করতম ভূমিকম্প দেখেছে দুই দেশ। কম্পন অনুভূত হয়েছে ইজরায়েল, লেবানন, ইরাক, ইরানেও।

ভয়াবহ পরিস্থিতি তুরস্কে

ভয়াবহ পরিস্থিতি তুরস্কে

ভোর সাড়ে চারটে নাগাদ পর পর ৪ বার আফটার শক। ভূমিকম্পের ধাক্কা কািটয়ে উঠতে না উঠতে একের পর এক আফটার শক। ঘুমনত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন সিরিয়া-তুরস্কের অসংখ্য মানুষ। একা তুরস্কেই সাড়ে তিনশো ছাড়িয়েছে মৃতের সংখ্যা যুদ্ধ কালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে সেনা নামানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ থেকে দমকল সকলেই কাজ করছে। তুরস্কের তিনটি শহর প্রায় ধুলিসাৎ হয়ে গিয়েছে।

সিরিয়াও বিধ্বস্ত

সিরিয়াও বিধ্বস্ত

ভূমিকম্পে বিদ্ধস্ত সিরিয়াও। সেখানেও মৃতের সংখ্যা প্রায় ৩০০-র কাছাকাছি। সিরিয়ার িতনটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। আলেপ্পি শহরের একাধিক বাড়িঘর ভেঙে গিয়েছে। বিদ্রোহী এলাকায় ভূমিকম্পে ক্ষতি বেসি হয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে সিরিয়া সিভিল ডিভেন্স কাজ করছে। হাসপাতাল গুলিতে প্রায় জরুরি অবস্থা জারি করা হচ্ছে। সিরিয়ার তিনটি শহরের হাসপাতাল আহতের সংখ্যায় ভরে গিয়েছে।

সাহায্য পাঠাচ্ছে ইজরায়েল

সাহায্য পাঠাচ্ছে ইজরায়েল

এতটাই ক্ষতি হয়েছে তুরস্কে যে পরিস্থিতি সামাল দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইজরায়েল। ইজরায়েল সরকার জানিয়েছে, এই কঠিন পরিস্থিতিতে তারা তুরস্ককে সবূরকম সাহায্য করবে। ওষুধ থেকে খাবার, সব কিছু ত্রাণ তুরস্কে পাঠানোর উদ্যোগ নিয়েছে ইজরায়েল সরকার। এদিন ইজরায়েলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তেমন তীব্র হয়নি। যার ফলে ইজরায়েলে তেমন বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ছবি সৌ:টুইটার

তুরস্কের মতোই তীব্র কম্পন সিরিয়ায়, ভূমিকম্পের বলি ৪২, আহত ২০০-র বেশিতুরস্কের মতোই তীব্র কম্পন সিরিয়ায়, ভূমিকম্পের বলি ৪২, আহত ২০০-র বেশি

English summary
Worst Earth quake ever seen Tukey Death toll raised over 350
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X