For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সবচেয়ে বড় 'ওয়ার্ক ফ্রম হোম'-এর কাজ চলছে করোনা-আতঙ্কের জেরে!চলছে বড়সড় পরীক্ষা-নিরীক্ষা

  • |
Google Oneindia Bengali News

'ওয়ার্ক ফ্রম হোম' কথাটি এযাবৎকালের অত্যন্ত জনপ্রিয় একটি শব্দবন্ধ। আর প্রযুক্তিগত দিকের সঙ্গে যাঁরা জড়িত ,তাঁরা তো এর মানে সহজেই অনুধাবন করতে পারেন। 'বাড়ি থেকে কাজ' এর যে রীতি প্রযুক্তি-র দুনিয়া দেখিয়েছে তা করোনা ভাইরাসের আতঙ্ক ঘিরে বিপদের সময় আপাতত বহুক্ষেত্রে সুবিধাজনক বলে উঠে আসছে।

বিশ্বের সবচেয়ে বড় ওয়ার্ক ফ্রম হোম-এর কাজ চলছে করোনা-আতঙ্কের জেরে!চলছে বড়সড় পরীক্ষা-নিরীক্ষা

চিনের শহর উহানকে এখন 'ভূতুড়ে শহর' বললে কিছু কম বলা হবে না। সমস্ত দোকান পাঠ, রেস্তোরাঁ, বাড়ি এখন বন্ধ , বদ্ধ অবস্থায় রয়েছে। একসময়ে যে শহরে প্রচুর মানুষের আনাগোনা ছিল। রেস্তোরাঁ থেকে অফিসে ঘোরাফেরা করত অনেক মুখ, এখন সেই সমস্ত রেস্তোরাঁ ও অফিস কার্যত ফাঁকা। গোটা শহরে আতঙ্কের করোনা থাবা বসাতে শুরু করেছে। এদিকে, কর্মীদের অফিসে অনুপস্থিতি কর্মপ্রক্রিয়াকে ব্যহত করতে পারে ভেবে , উহানের একাধিক অফিস চালু করে দিয়েছে 'বিশ্বের সবচেয়ে দীর্ঘ ওয়ার্ক ফ্রম হোম' নিয়ে পরীক্ষা নিরীক্ষা।

বিভিন্ন সংস্থার কর্মীরা যাঁরা আপাতত ছুটিতে ছিলেন , তাঁদের ছুটি বাড়িয়ে নেওয়ার কথা কোথাও বলা হয়েছে, আবার কোথাও ওয়ার্ক ফ্রম হোম কে জোর দেওয়া হচ্ছে। এই 'ওয়ার্ক ফ্রম হোম' এর তালিকায় যেমন ব্যাঙ্কিং সেক্টরের কর্মীরা রয়েছেন , তেমনই রয়েছেন অ্যাড এজেন্সির কর্মীরাও। সবমিলিয়ে করোনার দাপটে চিন দেখতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় 'ওয়ার্ক ফ্রম হোম' । এমনই মত স্থানীয়দের।

English summary
World's largest work from home forced for Coronavirus outbreak .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X