For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে একাধিক দেশে! বিশ্বে সংক্রমণের বর্তমানে চিত্রটা কী? দেখা যাক একনজরে

Google Oneindia Bengali News

ফের করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করেছে একাধিক দেশে। নতুন করে ৭ লক্ষের গণ্ডি পার করেছে একাধিক দেশ। গোটা বিশ্বে করোনা সংক্রমণের মোট কেস দাঁড়িয়েছে ৩২,৫১৮,৩৮১-এ। মৃতের সংখ্যা বেড়ে ৯ লক্ষ ৮৯ হাজার ৩৬৮। সুস্থ হয়ে উঠেছেন ২৩,৯৯৮,৫৯৮ জন।

দক্ষিণ আমেরিকার অবস্থা

দক্ষিণ আমেরিকার অবস্থা

এর মধ্যে সামগ্রিক ভাবে দক্ষিণ আমেরিকার অবস্থা সব থেকে খারাপ। দক্ষিণ আমেরিকা জুড়ে ৭৭ লক্ষ করোনা কেস রেজিস্টার হয়েছে এখনও পর্যন্ত। তার মধ্যে সব থেকে বেশি সংক্রমণ ব্রাজিলে। এরপরই রয়েছে কলম্বিয়া। সেদেশে ৭ লক্ষ ৯০ হাজারের বেশি করোনা কেস রয়েছে। তাছাড়া পেরুতে ৭ লক্ষ ৮৮ হাজারের বেশি সংক্রমণে কেস পাওযা গিয়েছে। তাছাড়া ৭ লক্ষের গণ্ডির একদম কাছে আর্জেনটিনা।

ইরাক, ইরান, বাংলাদেশে বেড়েছে সংক্রমণ

ইরাক, ইরান, বাংলাদেশে বেড়েছে সংক্রমণ

এদিকে এশিয়াতে ভারত ছাড়াও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে ইরাক, ইরান, বাংলাদেশে। ভারতের তুলনায় অনেক পিছিয়ে থাকলেও এই দেশগুলিতে প্রতিদিনই কয়েক হাজার করে নয়া সংক্রমিতের খোঁজ মিলেছে। ইরানে মোট সংক্রমিতের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার। বাংলাদেশে সংখ্যাটা ৩ লক্ষ ৫৬ হাজার। এদিকে ইরাকে করোনা সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪১ হাজারে।

উত্তর আমেরিকা পরিস্থিতি

উত্তর আমেরিকা পরিস্থিতি

এদিকে উত্তর আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৭১ লক্ষ ৯৯ হাজার করোনা সংক্রমিতের কেস রেজিস্টার হয়েছে এখনও। নতুন করে প্রায় ১৪ হাজার কেস বেড়েছে সেদেশে। তাছাড়া মেক্সিকোতেও করোনা সংক্রমণ বেড়েছে প্রচুর। সেদেশে মোট ৭ লক্ষ ১৫ হাজার করোনা সংক্রমিতের কেস রেজিস্টার হয়েছে।

ইউরোপের করোনা পরিস্থিতি

ইউরোপের করোনা পরিস্থিতি

এদিকে ইউরোপে সব থেকে বেশি সংক্রমিত এই সময়ে রয়েছে রাশিয়ায়। সেই দেশে মোট সংক্রমিতের সংখ্যা গিয়ে ঠেকেছে ১১ লক্ষ ৩৬ হাজারে। যদিও মাত্র ১০৮ জন নতুন করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে সেদেশে। তাছাড়া স্পেনে করোনা সংক্রমণ দেখা যাচ্ছে নতুন করে। সেদেশে মোট করোনা কেসের গণ্ডি ৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

English summary
World Coronavirus Update as numbers rising all over the world with new cases surging in South America
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X