For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাইকিংদের শেষকৃত্যের পোশাকে কেন 'আল্লাহ' লেখা?

সুইডেনের গবেষকেরা ভাইকিংদের একটি কবরস্থান থেকে শেষকৃত্যের এমন কিছু সরঞ্জাম উদ্ধার করেছেন যেগুলোতে ‘আল্লাহ’ ‘আলী’ ইত্যাদি শব্দ লেখা বা আঁকা রয়েছে।

  • By Bbc Bengali

কাপড়
BBC
কাপড়

সুইডেনের গবেষকেরা ভাইকিংদের একটি কবরস্থান থেকে শেষকৃত্যের এমন কিছু সরঞ্জাম উদ্ধার করেছেন যেগুলোতে আরবী শব্দ লেখা আছে।

আর এমন সরঞ্জাম উদ্ধারের পর প্রশ্ন জেগেছে স্ক্যান্ডিন্যাভিয়ানরা হয়তো ইসলাম ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল-লিখেছেন সাংবাদিক থারিক হুসেইন।

ভাইকিংদের কবর থেকে উদ্ধার করা সরঞ্জামগুলোতে 'আল্লাহ' 'আলী' ইত্যাদি শব্দ লেখা বা আঁকা রয়েছে।

সুইডেনের উপসালা ইউনিভার্সিটির টেক্সটাইল আর্কিওলজিস্ট আনিকা লারসন বলেছেন, 'ভাইকিংরা কোনো এক পর্যায়ে হয়তোবা ইসলাম এবং এর পরকালের ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল।'

গবেষকরা জানাচ্ছেন, নৌকা আকৃতির কবর থেকে উদ্ধার করা শেষকৃত্যের কাপড়ে শব্দগুলো লেখা হয়েছে আরবী কুফিক বর্ণমালায়।

"আমি হঠাৎ করে দেখলাম আল্লাহ শব্দটা এমনভাবে লেখা যেটা শুধু আয়নাতে ধরলে সঠিকভাবে দেখা সম্ভব" বলছেন লারসন।

একশোটি পোশাকের মধ্যে দশটি পোশাকে এ ধরনের শব্দ খুঁজে পেয়েছেন লারসন।

"হতে পারে কবরের মধ্যে অনেকে মুসলিম ছিলেন। ডিএনএ পরীক্ষা করে আমরা দেখেছি যেসব মানুষকে কবর দেয়া হয়েছে তাদের অনেকে পারস্য থেকে এসেছেন, যেখানে ইসলামের অনেক প্রতিপত্তি ছিল"।

অবশ্য ভাইকিংদের কবরে 'আল্লাহ' শব্দ লেখা পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়।

ভাইকিংদের শেষকৃত্যের কাপড়
BBC
ভাইকিংদের শেষকৃত্যের কাপড়

অবশ্য ভাইকিংদের কবরে 'আল্লাহ' শব্দ লেখা পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়।

English summary
why word Allah written on funeral attire of Vaikings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X