For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার কাছে 'ভিলেন' হয়ে ওঠা সুলেমানিকে কেন হত্যা করল মার্কিন সেনা! পেন্টাগন যা জানিয়ে দিল

আমেরিকার কাছে 'ভিলেন' হয়ে ওঠা সুলেমানিকে কেন হত্যা করল মার্কিন সেনা! পেন্টাগন যা জানিয়ে দিল

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার এক বিধ্বংসী হানায় মার্কিন সেনা , সেদেশের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হত্যা করে মার্কিন প্রশাসনের নজরে 'ভিলেন' হয়ে ওঠা কাশেম সুলেমানি সহ ৭ জনকে। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে এই হানায় সুলেমানির মৃত্যুতে ইরান ব্যাপক ক্ষুব্ধ যেমন হয়েছে, তেমনই দিয়েছে 'পাল্টা জবাব' এর ইঙ্গিত । এমন এক পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কেন মার্কিন সেনা সুলেমানিকে হত্যা করতে বাধ্য হয়েছে?

সুলেমানি ও পেন্টাগনের দাবি

সুলেমানি ও পেন্টাগনের দাবি

মধ্যপ্রাচ্যের তৈলের দেশ বলতে উঠে আসে ইরানের নাম। যেখানে ক্রমাগত আস্ফালন বাড়িয়ে চলেছিল ইরান। সৌদি-ইরান ঠান্ডা লড়াইয়ের মাঝেই ইরানের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার ছক সুলেমানি কষছিলেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। আর তার জেরেই সুলেমানি ছিল মার্কিন গোয়েন্দাদের নজরে। ফলে মুহূর্তে নিকেষ করা হয় সুলেমানিকে। এমনই তথ্য জানিয়েছে পেন্টাগন।

কোন জমা ক্ষোভ পুষে রেখেছিল মার্কিন সেনা?

কোন জমা ক্ষোভ পুষে রেখেছিল মার্কিন সেনা?

প্রসঙ্গত, ইরানের কুদস সেনার মেজর জেনারেল কাশেম সুলেমানির সঙ্গে আতাঁত ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশর অল আসাদের। যে সময় সিরিয়ার গৃহযুদ্ধে আসাদের সঙ্গে জঙ্গি শিবির আইএস ছিল, সেই সময় আসদকে সাহায্য় করতে এগিয়ে যান সুলেমানি। আর তার জেরেই মার্কিন প্রশাসনের শ্যেনদৃষ্টিতে জায়গা করে নেন সুলেমানি। মার্কিন সেনার টার্গেটে এরপর থেকেই চলে আসেন সুলেমানি।

 দু'দশক ধরে ক্ষমতার কেন্দ্রে!

দু'দশক ধরে ক্ষমতার কেন্দ্রে!

সুলেমানি গোটা মধ্যপ্রাচ্যে ক্ষমতার কেন্দ্রিভবনে চলে যাচ্ছিলেন বলে দাবি মার্কিন সেনার। গত দুই দশক ধরে এলাকায় ক্রমেই আস্ফলন বাড়াচ্ছিলেন তিনি। এমন এক পরিস্থিতিতে মার্কিন সেনার কাছে ত্রাস হয়ে উঠছিলেন তিনি। ধীরে ধীরে সুলেমানি সেলেব্রিটি হতে থাকেন। নিজের বক্তব্যের সমর্থনে প্রচার বাড়াতে থাকেন। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর হয়ে উঠতেই তাঁকে হত্যার জন্য ছক কষতে থাকে পশ্চিমী দুনিয়া। ইজরায়েল,আরবও তাঁকে হত্যার ছক কষে। শেষে এই লক্ষ্যে সফল হয়েছে মার্কিন সেনা ।

৬২ এর সুলেমানি ছিলেন ইনস্টাগ্রাম স্টার

৬২ এর সুলেমানি ছিলেন ইনস্টাগ্রাম স্টার

সাধারণত সেনায় যাঁরা থাকেন,তাঁরা সেভাবে সোশ্যাল মিডিয়ায় আসেন না তবে সুলেমানি ছিলেন এক্কেবারে অন্যধারার। ৬২ এর সুলেমানি ইনস্টাগ্রামে একট 'সুপার স্টার' ছিলেন বলেই মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি। যুদ্ধ শিবির থেকেই কিনি বিভিন্ন সেলফি পোস্ট করতেন বলে জানা যায়। দশ হাজার ইনস্টাগ্রাম ফলোয়া র ছিল সুলেমানির।

জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার ইরানের বিদেশমন্ত্রীর গলায়জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার ইরানের বিদেশমন্ত্রীর গলায়

প্রতীকী ছবি

English summary
Why USA killed Quassem Sulemani, here what pentagon said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X