For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বজুড়ে করোনা টিকা সরবরাহ ভারতের, প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ হু প্রধানের

Google Oneindia Bengali News

ভারত যতজন নাগরিককে এখনও পর্যন্ত করোনার টিকা দিয়েছে, তার থেকে অনেক বেশি টিকা বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করেছে৷ রাষ্ট্রসংঘে একথা জানাল ভারত সরকার৷ একইসঙ্গে নয়াদিল্লির আশঙ্কা, বিশ্বব্যাপী কোভিড টিকার অসম বণ্টন আগামী দিনে করোনা মোকাবিলায় সবথেকে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে৷ এক্ষেত্রে সবথেকে বেশি বিপদে পড়বে আর্থিকভাবে পিছিয়ে থাকা রাষ্ট্রগুলি৷ ইতিমধ্যেই বিশ্বে করোনা টিকার সুষম বণ্টনের পক্ষে রাজনৈতিকভাবেও সওয়াল করেছে ভারত৷ যাকে সমর্থন জানিয়েছে রাষ্ট্রসংঘের ১৮০টিরও বেশি সদস্য় দেশ৷

বিশ্বজুড়ে করোনা টিকা সরবরাহ ভারতের, প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ হু প্রধানের

রাষ্ট্রসংঘে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি কে নাগরাজ নায়ডু বলেন, 'টিকা আবিষ্কার নিয়ে সমস্যা মিটে গিয়েছে৷ এবার টিকার সুষম বণ্টনে গুরুত্ব দিতে দিতে হবে৷ এক্ষেত্রে বিশ্বব্য়াপী অসহযোগিতা, বৈষম্য দরিদ্র রাষ্ট্রগুলির ক্ষতি করবে৷' এদিকে এই গোটা কর্মকাণ্ডে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন হু প্রধান।

হু প্রধান এই বিষয়ে ভারতের প্রশংসা করে টুইট করে লেখেন, 'সারা বিশ্বে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সঠিক সময়ে পাশে থাকার জন্য ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। আমরা যদি আমাদের গবেষণা থেকে পাওয়া জ্ঞান ভাগ করে নিয়ে লড়াই করতে পারি, তাহলেই আমরা ভাইরাসকে আটকাতে পারব, আমাদের জীবন জীবিকা বাঁচাতে পারব।'

প্রসঙ্গত, করোনার টিকা উৎপাদনকারী দেশগুলির মধ্যে ভারত অগ্রগণ্য৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নায়ডু জানান, আগামী ছয় মাসের মধ্যেই দেশের ৩০ কোটি নাগরিককে টিকা দেওয়ার প্রক্রিয়া শেষ করবে ভারত৷ সেইসঙ্গে ৭০টিরও বেশি দেশে কোভিডের টিকা সরবরাহ করা হবে৷ এই প্রসঙ্গে ভারতের প্রতিনিধি বলেন, 'সত্যি বলতে কী, এখনও পর্যন্ত ভারত যত টিকা নিজের নাগরিকদের দিয়েছে, তার থেকে অনেক বেশি টিকা অন্যান্য় দেশে সরবরাহ করেছে৷'

English summary
WHO chief thanked India and Modi for supplying Coronavirus vaccine to many countries across world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X