For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন পথে এগোচ্ছে করোনা ভাইরাস, সম্ভাব্য গতিপথ জানালেন বিশেষজ্ঞরা

কোন পথে এগোচ্ছে করোনা ভাইরাস, সম্ভাব্য গতিপথ জানালেন বিশেষজ্ঞরা

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ বেড়েই চলছে বিভিন্ন দেশে। সবচেয়ে বেশি প্রভাবিত এখন আমেরিকা। অপেক্ষাকৃত কম সংক্রমণ হচ্ছে ভারতে। গোষ্ঠী সংক্রমণের এখনও তেমন ঘটনা মেলেনি ভারতে। এতে নতুন আশা দেখছেন গবেষকরা। কোন পথে এগোচ্ছে করোনা ভাইরাস। তার একটি সম্ভাব্য পথ নির্দেশ করেছেন গবেষকরা।

অস্তিত্ব সংকটে ভাইরাস

অস্তিত্ব সংকটে ভাইরাস

নতুন কোনও ভাইরাস সংক্রমণ শুরু করে তার গতিপথ সাধারণ বোঝা একটু মুশকিল। বিশেষ করে সেই ভারাস যখন সংক্রমণ ঘটায় সেই পথটা নির্দেশ করা একটু সমস্যার হয়। যদিও সময় থাকতেই করোনা ভাইরাসের সংক্রমণের পথ বোঝা গিয়েছে। গোটা দেশে যখন গোষ্ঠি সংক্রমণ তিব্র হারে ছড়িয়ে ফেেলছে করোনা ভাইরাস। ভারতে সেখানে গোষ্ঠী সংক্রমণ নেই বললেই চলে। এর কারণ কী সময় থাকতেই লকডাউনের পথে হাঁটা। এটা অন্যতম কারণ হলেও আসল কারণ নয়। এমনই মনে করছেন বিজ্ঞানীরা। তাঁরা জানাচ্ছেন কোনও বিশেষ কারণে ভারতের আবহাওয়ায় তাদের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে। অনেকে আবার দাবি করেছেন তাপমাত্রা যত বাড়বে তত ভাইরাসের আয়ু শেষ হবে। কিন্তু এই নিয়ে দ্বিমত রয়েছে।

প্রতিরোধক শক্তি বাধা দিচ্ছে সংক্রমণে

প্রতিরোধক শক্তি বাধা দিচ্ছে সংক্রমণে

একদল গবেষক মনে করছেন ভারতীয়দের প্রতিরোধক শক্তি করোনা ভাইরাস সংক্রমণে বাধা দিচ্ছে। যার জন্য অন্য দেশের তুলনায় দ্রুত হারে সংক্রমণ হচ্ছে ভারতে। ভারতীয়দের রোগ প্রতিরোধক শক্তি প্রতিরোধ তৈরি করছে করোনা ভাইরাসের। তাই চাইলেও গোষ্ঠি সংক্রমণ ছড়াতে পারছে না করোনা ভাইরাস। তাই এখনও পর্যন্ত ভারতে গোষ্ঠি সংক্রমণ ধরা পড়েনি। আবার অন্য একদল গবেষক দাবি করেছে ভারতে খুব শীঘ্রই দ্রুত হারে সংক্রমণ শুরু করবে করোনা ভাইরাস।

লকডাউনের প্রভাব

লকডাউনের প্রভাব

অন্যান্য দেশের থেকে আগেই সতর্ক হয়েছে ভারত। এমনকী আমেরিকাও বুঝতে পারেনি যেটা সেটা আগে আঁচ করে লকডাউন ঘোষণা করেছে ভারত সরকার। এতে সংক্রমণের পথ অনেকটাই রুদ্ধ হয়েছে বলে মনে করছেন গবেষকরা। কিন্তু এই গতি একেবারে রুদ্ধ করতে লকডাউনে অত্যন্ত কড়া অনুশাসন মেনে চলতে হবে। এখনও ভারতে অনেকেই সতর্ক নন বলে জানিয়েছেন তাঁরা। এতে সংক্রমণ নতুন পথ পাবে। পরিযায়ী শ্রমিকদের ভিড়ে নতুন করে সংক্রমণের মেঘ ঘনাচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

করোনা ভাইরাস ঠেকাতে নতুন প্রযুক্তির প্রয়োগ চিনের! তৈরি ন্যানোম্যাটেরিয়ালকরোনা ভাইরাস ঠেকাতে নতুন প্রযুক্তির প্রয়োগ চিনের! তৈরি ন্যানোম্যাটেরিয়াল

English summary
Where to go coronavirus, scientist explain expected way of coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X