For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তালিবানের আগ্রাসনের মাঝে কট্টর বিরোধী সালেহ কি 'ট্যাক্টিক্যাল রিট্রিট' -এ ! আফগান নেতাকে ঘিরে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

আফগানিস্তানে গত ১৫ অগাস্ট ২০২১ সালে পতন হয় রাজধানী কাবুলের। সেই দিনই কার্যত দেশ ছেড়ে প্রাণে বাঁচার রাস্তা খোঁজের তৎকালীন প্রেসিডেন্ট আশরফ গনি। সোশ্য়াল মিডিয়ায় জানিয়ে দেন তাঁর গদি ছাড়ার কথা। এদিকে, তখনও আফগান মাটি কামড়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে তালিবানকে রোখার পন্থা রচনা করে চলেন সেদেশের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তালিবান বিরোধী রেজিসটেন্স ফোর্সের নেতা সালেহ তখনই ঘোষণা করে দেন যে, তিনি দেশের 'কেয়ার টেকার'। এরপরই সালেহর এলাকা পঞ্জশিরে প্রবল সংহার হানে তালিবান। পরবর্তীকালে সালেহ কোথায় রয়েছেন তা নিয়ে রয়েছে জল্পনা।

 কোন রণনীতিতে চলছেন সালেহ?

কোন রণনীতিতে চলছেন সালেহ?

কয়েকদিন আগেই জানা যায়, সালেহর দাদা রোহুল্লাহ সালেহকে অপহরণ করে নিয়ে যায় তালিবান। তারপর তাঁকে প্রবল অত্যাচার করার পর হত্যা করা হয়। সালেহর দাদারউপর এই নির্মম অত্যাচারের খবর যখন ছড়িয়ে পড়ে তখন থেকেই প্রশ্ন ওঠে যে , তাহলে কোথায় রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট? এককালে তালিবদের হাতে বোনের ওপর নৃশংস অত্যাচারের সাক্ষী যথাকা আমরুল্লাহ তালিবানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন খুবই ছোট বয়সে। পরবর্তীকালে দেশে যখনই তালিবানের আস্ফালন বেড়েছে পাঞ্জশিরের এই নেতা তখনই রুখে দাঁড়িয়েছেন। তবে এবারে তাঁর রণকৌশল খানিকটা আলাদা। শোনা যাচ্ছে, তালিবানি আগ্রাসনের মাঝে আপাতত আমরুল্লাহ সালেহ গা ঢাকা দিয়েছেন তাজিকিস্তানে।

 'ট্যাকটিক্যাল রিট্রিট'!

'ট্যাকটিক্যাল রিট্রিট'!

শোনা যাচ্ছে, তাজিকিস্তানে আপাতত গা ঢাকা দিয়ে সেখান থেকে নিজের পরিসর ও শক্তিকে বাড়িতে ফের একবার তালিবানের সঙ্গে গেরিলা যুদ্ধে নামতে পারে সালেহ বাহিনী। উল্লেখ্য, সালেহর বসবাস আফগানিস্তানের পঞ্জশিরে। যে এলাকা ঘিরে রয়েছে প্রতিবেশী দেশ তাজিকিস্তান। ফলে পঞ্জশির থেকে তাজিকিস্তানে সহজে চলে গিয়ে গা ঢাকা দেওয়া সহদ হতে পারে সালেহর পক্ষে। সেই মর্মেই বিভিন্ন সূত্রের খবর যে, এবার তাজিকিস্তানেই সম্ভবত গা ঢাকা দিয়েছেন সালেহ। এই রণকৌশল 'ট্যাক্টিক্যাল রিট্রিট' নামে পরিচিত। এতে সামান্য পিছিয়ে ফের একবার আগ্রাসন নিয়ে এগিয়ে যাওয়ার রণকৌশল রয়েছে।

 যে বাড়িতে সালেহ ছিলেন, তার বিস্ফোরণ ঘটানো হয়

যে বাড়িতে সালেহ ছিলেন, তার বিস্ফোরণ ঘটানো হয়

জানা যায়, যে বাড়িতে আফগানিস্তানে সালেহ ছিলেন , তা বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়। ফলে সন্দেহ জাগে সালেহকে ঘিরে। এদিকে,ত আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর বাড়ি থেকে সাম্প্রতিককালে সোনার ইট ও মার্কিন ডলার উদ্ধার করে তালিবানরা। সেই ছবি তারা প্রকাশ্যেও আনে। সালেহর বাড়িতে ১৮ টি সোনার ইট পাওয়া গিয়েছে বলে জানা যায়। সূত্রের খবর, তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে এই টাকা ও সোনা সালেহ ব্যবহার করতেন বলে জানা যায়।

সালেহর বার্তা

সালেহর বার্তা

এর আগে, সোশ্যাল মিডিয়া বার্তায় তালিবানের উদ্দেশে সালেহ জানান, যদি মানুষ আপনাদের সত্যিই বিশ্বাস করে, তাহলে কেন তারা দেশের সীমান্তে দাঁড়িয়ে অন্য দেশে চলে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। সালেহ জানান, তালিবানরা দেশের মাটিতে দাপট দেখাতে পারেন, তবে তারে স্থায়িত্ব এখনও সংশয়ের পর্যায়ে রয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Afghanistan's Amrullah Saleh's whereabouts still a mystery. Know latest update from Afghanistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X