For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঢাকায় গুলশন জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্র 'মডিফাই' হয়েছিল ভারতে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ৬ অক্টোবর : বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গুলশনে জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রকে আরও আধুনিক করে তোলার কাজ অর্থাৎ পোশাকি অর্থে মডিফাই করে তোলা হয়েছিল ভারতে। [জেএমবি জঙ্গিরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ঘাঁটি গাড়ছে দক্ষিণ ভারতে!]

গুলশনে হোলি আর্টিজান বেকারিতে এই বছরের ১ জুলাই রাতে জঙ্গিরা হামলা চালায়। তাতে মোট ২৯ জন মারা যায়। তার মধ্যে ২২জন পণবন্দি, ৫ জঙ্গি ও ২ পুলিশ আধিকারিক ছিলেন। ঘটনায় আহত হন অন্তত ৫০ জন। [বাংলায় আইএসের 'স্লিপার সেল' হিসাবে কাজ করছে জামাত জঙ্গিরা]

ঢাকায় গুলশন জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্র 'মডিফাই' হয় ভারতে

জানা গিয়েছে, গুলশনের রেস্তরাঁয় ব্যবহৃত অস্ত্র ভারতে মডিফাই করে তারপরে তা আমের বাক্সে লুকিয়ে বাংলাদেশে পাচার হয়। বিহারের মুঙ্গেরে এই অস্ত্রগুলিতে শান দেওয়া হয়েছিল বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। [ঢাকা রেস্তোরাঁয় সন্ত্রাসের মূলচক্রী লুকিয়ে পশ্চিমবঙ্গে]

এই খবরের বিষয়ে জানিয়েছেন বাংলাদেশের সন্ত্রাসদমন ও বহির্দেশীয় অপরাধদমন শাখার প্রধান মনিরুল ইসলাম। ঢাকা ট্রাইবুনে তিনি বলেন, উদ্ধার হওয়া একে৪৭ অস্ত্রে বিহারের কারখানার ছাপ রয়েছে। [জঙ্গি হামলার চেয়েও এই বিষয়টি বেশি ভাবাচ্ছে বাংলাদেশকে]

আরও খবর, গুলশন হামলার একমাস আগে জঙ্গিদের হাতে এই একে৪৭ রাইফেলগুলি এসে পৌঁছয়। ঢাকা হামলায় এই একে৪৭ রাইফেল ব্যবহার করা ছাড়াও নব্য জামাত উল মুজাহিদিন বাংলাদেশের প্রধান তামিম আহমেদ চৌধুরী ভারত থেকে পাচার হওয়া অন্য অস্ত্রও ব্যবহার করছিল।

এই খবর সামনে আসার পরই তদন্তকারীরা জানতে পেরেছেন কোন পথে চোরাই অস্ত্র বাংলাদেশে পৌঁছেছে। এবার সেই পথে তদন্ত চালিয়ে বাকী অপরাধীদের গ্রেফতারের তোড়জোড় শুরু করেছে বাংলাদেশি পুলিশ।

প্রসঙ্গত, ঢাকা জঙ্গি হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস। বাংলাদেশে জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিরা আইএসের সঙ্গে হাত মিলিয়ে নতুন ইউনিট গড়ে দুই বাংলাকে এক করার চেষ্টা করছে বলে ঘোষণা করেছে।

English summary
Weapons used in cafe attack in Bangladesh modified in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X