For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর কবে পাকিস্তানের অংশ হবে সেই অপেক্ষায় রয়েছি : নওয়াজ শরিফ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ২৩ জুলাই : কাশ্মীর কবে পাকিস্তানের অংশ হবে, সেই অপেক্ষায় রয়েছি। পাক অধীকৃত কাশ্মীরে বিধানসভা নির্বাচন জেতার খবর পেয়েই বিবৃতি দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মুজফফরাবাদে দাঁড়িয়ে নওয়াজ শরিফ বলেন, "আমরা সেইদিনের অপেক্ষায় রয়েছি যবে কাশ্মীর পাকিস্তানের অংশ হবে।" [টাওয়ার ছাড়াই মোবাইলে যোগাযোগের নয়া উপায় বাতলেছে পাক জঙ্গিরা!]

এর আগে গত মে মাসেও কাশ্মীর ইস্যুতে সুর চড়িয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। স্বাধীনতার দাবিতে যারা কাশ্মীরে প্রাণ দিচ্ছেন তাদের বলিদান যেন কেউ না ভোলেন। একদিন তারা সফল হবেন বলেই বার্তা দেন শরিফ। [কাশ্মীরে অশান্তির জন্য হাওয়ালার মাধ্যমে ১০০ কোটি টাকা পাঠিয়েছে পাকিস্তান]

কাশ্মীর কবে পাকিস্তানের অংশ হবে সেই অপেক্ষায় রয়েছি : নওয়াজ

পাক অধীকৃত কাশ্মীরে মোট ৪১টি বিধানসভা আসন রয়েছে। বিপুল সংখ্যা নিয়ে জিততে চলেছে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)। এই খবর পেয়েই মুজফফরাবাদ উড়ে যান নওয়াজ শরিফ। সেখানে গিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাও করেন। [কাশ্মীরে জঙ্গিমৃত্যুতে একসুর পাক প্রধানমন্ত্রী শরিফ ও জঙ্গি হাফিজ সঈদের]

পাক অধীকৃত কাশ্মীরে ২৬টি দলের মোট ৪২৩ জন প্রার্থী ৪১টি আসনের লড়াই করেছে। যার মধ্যে পিপিপি দল ২ টি, তেহরিক-ই-ইনসাফ ৩টি ও মুসলিম কনফারেন্স ৩টি আসন পেয়েছে। [পাকিস্তানে ছাপা জাল নোট এই ৩টি দেশ ঘুরে ভারতে আসে!]

প্রসঙ্গত, আন্তর্জাতিক জঙ্গি তথা জামাত-উদ-দাওয়া প্রদান হাফিজ সঈদ পাকিস্তানে বসেই কাশ্মীর প্রসঙ্গে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে ভারতকে। বিচ্ছিন্নতাবাদী নেতা সঈদ আলি শাহ গিলানির মতো নেতাদের কথা না শুনলে ফল মারাত্মক হবে বলেও হুঙ্কার ছেড়েছে এই সন্ত্রাসবাদী। তাদরে কথা কাশ্মীরকে ছেড়ে দিতে হবে পাকিস্তানকে। আর এদিন ফের পাক প্রধানমন্ত্রী নওয়াজের গলাতেও সেই একই সুর শোনা গেল।

কাশ্মীর ইস্যুতে ফায়দা তুলতে পাকিস্তানের প্রশাসন, সেনা ও জঙ্গি যে একসূত্রে গাঁথা, তার প্রমাণ ফের হাতে এল বলেই মত ওয়াকিবহাল মহলের। ভারত এর প্রেক্ষিতে কী অবস্থান নেয়, সেটাই এখন দেখার।

English summary
Waiting for the day Kashmir becomes part of Pakistan: Nawaz Sharif
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X