For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাইরাস কতক্ষণ বেঁচে থাকতে পারে কাপড়, স্টিল ,প্লাস্টিকে! গবেষণা কী বলছে

  • |
Google Oneindia Bengali News

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। একাধিক গবেষণাতেও উঠে আসছে না করোনার নিশ্চিত ওষুধ। এদিকে, গবষকরা করোনা নিয়ে কার্যত দিন রাত এক করে চলেছেন। সাম্প্রতিক এক এমনই গবেষণা জানিয়ে দিল যে ভাইরাস কাপড় থেকে শুরু করে তামা, স্টিল প্লাস্টিকে কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকে। যে তথ্য় করোনা সংক্রমণ ঘিরে সতর্কতার বার্তার সামিল।

কাপড়ে কতক্ষণ থাকে ভাইরাস?

কাপড়ে কতক্ষণ থাকে ভাইরাস?

স্টিলের তুলনায় কাপড়ে সাধরণত কোনও ভাইরাস সেভাব বেশিক্ষণ বাঁচে না বলেই জানা যেত এতকাল। কারণ, বহুরণ্ধ্র রয়েছে এমন ত্বক সহজেই ভাইরাসকে আটকে ফেলে। এমনই ধারণা ছিল এযাবৎকাল। তবে করোনা সমস্ত ধারণা পাল্টে দিতে পারে! আর এবার কাপড়েও যে করোনা থাকতে পারে , তার তত্ত্ব উঠে আসছে। তবে তা নিশ্চিত করা যায়নি। যার জেরে কাপড়কে বিপদমুক্ত রাখতে একাধিক বার্তা দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

 বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে সতর্কবার্তা

বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে সতর্কবার্তা

বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে কাপড়ের ক্ষেত্রে ভাইরাস মুক্ত করতে গেলে ডিটারজেন্ট ব্যবহার করে কেচে ফেলা শ্রেয়। এরপর তাকে আয়রন করাও উচিত। দেশের স্বাস্থ্য মন্ত্রকও এই নিয়ে বড়সড় বার্তা দিয়েছে।

 স্বাস্থ্যমন্ত্রক কাপড় নিয়ে কোন বক্তব্য রেখেছে ?

স্বাস্থ্যমন্ত্রক কাপড় নিয়ে কোন বক্তব্য রেখেছে ?

দেশের স্বাস্থ্যমন্ত্রকের সচেতনতা বার্তা জানিয়েছে, কাপড়কে (এমনকি বেড কভার, বেডশিট, টাওয়েল) ভালো করে ডিটারজেন্টে ধুয়ে নিতে হবে। ভালোভাবে এটিকে শুকিয়ে নিতে হবে। বাইরে থেকে আসা কাপড় জলে ধুয়ে নিতে হবে।

 স্টিলে কতক্ষণ থাকতে পারে ভাইরাস?

স্টিলে কতক্ষণ থাকতে পারে ভাইরাস?

গবেষণা জানিয়েছে, স্টেইনলেস স্টিলে ভাইরাস থাকতে পারে ৩ দিন পর্যন্ত। প্লাস্টিকেও ৩ দিন পর্যন্ত ভাইরাস লেগে থাকতে পারে। এমনই তথ্য জানিয়েছে সাম্প্রতিক গবেষণা। কার্ডবোর্ডে এই ভাইরাস ৩ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। তামার বাসনে ৪ ঘণ্টা পর্যন্ত ভাইরাস থাকে। ফলে করোনা ভাইরাস নিয়ে সাবধান হওয়া প্রয়োজন।

English summary
virus how long can survive on Cloths and papers, know what study reveals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X