For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মেকুনু'-র দাপটে ওমানের আকাশ কেমন রূপ নিয়েছিল, দেখুন সেই ভিডিয়ো

ওমানে আছড়ে পড়া ভয়াবহ ঘূর্ণিঝড় 'মেকুনু'-র ভিডিও ফুটেজ, বিখ্যাত হলিউড মুভি 'টুইস্টার'-এর কিছু দৃশ্য মনে করিয়ে দিচ্ছে।

Google Oneindia Bengali News

দেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাইক্লোনে তছনছ হয়ে গেছে পারস্য উপসাগরীয় দেশ ওমান। ঘুর্ণিঝড় আঘাত হেনেছে প্রতিবেশী দেশ ইয়েমেনেও। ওমানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সাইক্লোন 'মেকুনু'-র দাপটে একদিনেই তিনবছরের বৃষ্টিপাত হয়। তীব্র ঝোড়ো হাওয়া ও অত্যধিক বর্ষণে অন্তত ১৩ জনের মৃত্যর খবর পাওয়া গিয়েছে।

সাইক্লোন মেকুনু-র ভিডিও নাকি হলিউডি সিনেমা!

সাইক্লোন আসার সময় ওমানের বাসিন্দাদের কেউ কেউ স্মার্টফোনের ক্যামেরায় ধরে রাখেন সেই দৃশ্য। হলিউডের বিখ্যাত সিনেমা 'টুইস্টার'-এ দেখা গিয়েছিল মেঘ থেকে হাওয়া পাক খেতে খেতে হাতির শুঁড়ের মতো নেমে আসছে মাটিতে। আশপাশে যা পাচ্ছে টেনে নিচ্ছে সেই ঘুর্ণিতে। ওমানে সাইক্লোন মেকুনুর আছড়ে পড়ার দিনে যেন সেই টুইস্টার ছবির দৃশ্যই উঠে এল বাস্তবে। দেখুন সেই ঝড়ের সেই ভয়াল রূপের ভিডিও।

ভারতের মৌসুম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী ঘন্টায় প্রায় ১৭০ থেকে ১৮০ কিমি বেগে ঝড় বয়ে গিয়েছে ওমানের ওপর দিয়ে। কোথাও কোথাও ঝড়ের দাপট পৌঁছেছিল ঘন্টায় ২০০ কিমির ওপরেও। ওমানের সমুদ্র উপকূলগুলিতে রাশি রাশি ধ্বংসস্তূপ এসে জড়ো হয়েছে। রাস্তায় জুড়ে বিশাল বিশাল গাছ পড়ে আছে। বন্ধ রয়েছে সালাহ বন্দর। অবশ্য বিমানবন্দরটি চালু করা গিয়েছে। ছুটি দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানি ও এস্টাবলিশমেন্টগুলিতে। বন্ধ আছে ব্যাঙ্ক পরিষেবা। ব্যাহত হয়েছে জল ও বিদ্যুত পরিষেবাও। দেশের প্রায় ৫০০ টি পরিবার সাইক্লোন মেকুনুর দাপটে বাস্তুচ্যুত হয়েছে। স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনও অনেক দিন লাগবে বলে মনে করা হচ্ছে।

সাইক্লোন মেকুনু-র ভিডিও নাকি হলিউডি সিনেমা!

English summary
The video footage of disastrous cyclone Mekunu that slammed Oman reminds some shots of famous Hollywood movie 'Twister'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X