For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াইট হাউসে শুরু টিকাকরণ যজ্ঞ! প্রকাশ্যেই টিকা নিচ্ছেন জো বাইডেন, মাইক পেন্স

হোয়াইট হাউসে শুরু টিকাকরণ যজ্ঞ! প্রকাশ্যেই টিকা নিচ্ছেন জো বাইডেন, মাইক পেন্স

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে টিকাকরণের শুরু জন্য ফাইজারকে ছাড়পত্র দিয়েছে মার্কিন প্রশাসনয এবার তারপরেই হোয়াইট হাউসে শুরু হয়েছে যাচ্ছে করোনা টিকাকরণ যজ্ঞ। শুক্রবার প্রকাশ্যেই টিকা নিচ্ছেন বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তাঁর সঙ্গে একোগে তাঁর স্ত্রী ক্যারেনেও টিকা নেওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। ক্যামারের সামনেই চলবে গোটা প্রক্রিয়া।

হোয়াইট হাউসে শুরু টিকাকরণ যজ্ঞ! প্রকাশ্যেই টিকা নিচ্ছেন জো বাইডেন, মাইক পেন্স

অন্যদিকে আগামী সপ্তাহে টিকা নেওয়ার কথা রয়েছে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও। প্রসঙ্গত উল্লেখ্য, জরুরি ভিত্তি টাক প্রয়োগের ছাড়পত্র দেওয়া হলেও ইতিমধ্যেই টিকাকরণ পরবর্তী সময় পার্শ্বপ্রতিক্রিয়ার কথাও শোনা গিয়েছে। যা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। ।দিও মার্কিন প্রশাসনের তরফে এই বিষয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হলেও কাটছে না ভয়। এমতাবস্থায় দাঁড়িয়ে তাই জনমানসের সামনে প্রকাশ্যেই টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সূত্রের খবর, শুক্রবার মাইক পেন্সের সঙ্গেই করোনা টিকা নেবেন হোয়াইট হাউসের সার্জন জেরম অ্যাডামসও। টিকা যে আদপে সুরক্ষিত এবং মানবশরীরের পক্ষে নিরাপদ সেই বার্তা পৌঁছে দিতেই হোয়াইট হাউসের প্রতিটা কর্মকর্তার টিকাকরণই লাইভ হবে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে গোটা আমেরিকায় করোনা টিকাকরণের দায়িত্ব পেয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জী অ্যান্ড ইনফেকশাস ডিজিস বা এনআইএআইডি। এদিকে জো বাইডেনের পাশাপাশি টিকা সম্পর্কে জনমানসে সঠিক বার্তা পৌঁছে দিতে প্রকাশে টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন তিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা।

 তিস্তা নিয়ে চিনের প্যাঁচের পরই বাংলাদেশ নিয়ে মোদীর তাবড় বার্তা! হাসিনার সঙ্গে বৈঠকে কী উঠে এল তিস্তা নিয়ে চিনের প্যাঁচের পরই বাংলাদেশ নিয়ে মোদীর তাবড় বার্তা! হাসিনার সঙ্গে বৈঠকে কী উঠে এল

English summary
Joe Biden is publicly taking the corona vaccine to build public confidence about vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X