For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হম্বিতম্বিই সার! কাশ্মীর নিয়ে ইমরানকে ঝাঁঝালো বাউন্সার হাঁকিয়ে ভারতের পাশে ট্রাম্প

ইমরান খানের মার্কিন সফরের সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন , পাকিস্তান আর ভারত যদি চায়, তাহলে কাশ্মীর সমস্যার মধ্যস্থতায় এগিয়ে আসবেন তিনি। রাতারাতি ট্রাম্পের সেই প্রস্তাব খারিজ করে দিল্লি।

  • |
Google Oneindia Bengali News

ইমরান খানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, পাকিস্তান আর ভারত যদি চায়, তাহলে কাশ্মীর সমস্যার মধ্যস্থতায় এগিয়ে আসবেন তিনি। রাতারাতি ট্রাম্পের সেই প্রস্তাব খারিজ করে দিল্লি। সাফ ভাষায় মোদীর সরকার জানিয়ে দেয়, কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক, সেখানে তৃতীয়পক্ষের নাক গলানো মানবে না ভারত। এরপরই আসে, ঐতিহাসিক সেই ঘোষণা, যেখানে বলা হয়, কাশ্মীর থেকে ভারত সরকার তুলে নিচ্ছে ৩৭০ ধারা। এর প্রেক্ষিতে প্রতিক্রিয়া উঠে আসে মার্কিন মুলুক থেকে।

ট্রাম্প সরকারের বর্তমান দাবি

ট্রাম্প সরকারের বর্তমান দাবি

কাশ্মীরে ৩৭০ ধারা উঠে যাওয়ায় ট্রাম্প সরকার জানায়, 'আমরা জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির ওপর নজর রাখছি কাছ থেকে। আমারা জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের সাংবিধানিক পদক্ষেপকে লক্ষ্য করেছি। , এটাও লক্ষ্য রেখেছি যে একটি প্রদেশ কে বিভক্ত করা হয়েছে। ' এমনই তথ্য জানান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মর্গান ওর্টাগাস।

মার্কিন প্রশাসন যা বলেছে

মার্কিন প্রশাসন যা বলেছে

ইমরান খান , ট্রাম্পের মধ্যস্থতার বার্তাকে বারবার সমর্থন করে এসেছে। কিন্তু সেই ইমরানের যাবতীয় ইচ্ছেয়ে জল ঢেলে দেয় ভারত। এই মর্মে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, বিষয়টি নিয়ে ভারত জানিয়ে দিয়েছে যে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। পাশাপাশি দুট দেশকেই এই মর্মে সীমান্তে যেন শান্তি বজায় থাকে, তারই বার্তা দিয়েছে আমেরিকা।

আটক নিয়ে উদ্বেগ!

আটক নিয়ে উদ্বেগ!

মার্কিন মুলুক জানিয়েছে কাশ্মীরে বিভিন্ন আটক করার ঘটনা তাঁদের কাছে রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার নিয়েও তাঁরা চিন্তিত। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, কাশ্মীর নিয়ে কার্যত ইমরানের সমস্ত আশা আশঙ্খাকে স্টেপ আউট করে বউন্ডারি হাঁকিয়ে দিয়েছেন ট্রাম্প। কাশ্মীরের ৩৭০ ধারা ইস্যু 'ভারতের অভ্যন্তরীণ' বিষয় বলে আপাতত দিল্লির পাশেই দাঁড়িয়েছেন হোয়াইট হাউস।

[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর পৌঁছেই দায়িত্ব নিয়ে নিয়েছেন অজিত ডোভাল][আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর পৌঁছেই দায়িত্ব নিয়ে নিয়েছেন অজিত ডোভাল]

[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলে দ্বিধা-বিভক্ত কংগ্রেস, কী বললেন রাহুল গান্ধী][আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলে দ্বিধা-বিভক্ত কংগ্রেস, কী বললেন রাহুল গান্ধী]

English summary
USA's Reaction on revoking article 370 from Jammu and Kashmir, says 'strictly an internal matter', calls for 'peace' along LoC .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X