For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ চিন সাগরে চিনের আস্ফালন ঠেকাতে কোমর বাঁধছে আমেরিকা! জোটবদ্ধ করার চেষ্টা একাধিক দেশকে

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ চিন সাগরে চিনের আস্ফালন ক্রমেই মাত্রা ছাড়াচ্ছে। তাইওয়ান , ইন্দোনেশিয়ার মতো দেশ ক্রমেই চিনের শক্তি প্রদর্শনের জেরে খানিকটা কোণঠাসা হচ্ছে। এমন পরিস্থিতিতে এল আমেরিকার হুঙ্কার। এর আগে চৈনিক সংস্থা হুয়াওয়ে নিয়ে একাধিক বড়সড় পদক্ষেপে কথা এদিন ঘোষণা করেন পম্পেও।

জোটবদ্ধ করার উদ্যোগ

জোটবদ্ধ করার উদ্যোগ

চিন যে সমস্ত দেশের সীমানা দখলের চেষ্টা করছে বা জলসীমা দখলের চেষ্টায় রয়েছে, সেই সমস্ত দেশের সমর্থনে আমেরিকা রয়েছে। পাশাপাশি, সেই সমস্ত দেশকে 'যথাসাধ্য' সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্র করবে। এদিন এই বার্তা দেন খোদ মার্কিন সচিব মাইক পম্পেও।

 আসিয়ান নিয়ে বার্তা

আসিয়ান নিয়ে বার্তা

আসিয়ান নিয়ে প্রসঙ্গ তুলে মাইক পম্পেও জানান, বিশ্বের যে সমস্ত দেশ চিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইবে, বা সাহায্য চাইবে তাদের সাহায়্য করতে সমস্ত রকমের পন্থা আমেরিকা অবলম্বন করবে বলে জানিয়েছে। এমনকি আসিয়ান ভুক্ত কোনও দেশ যদি এবি।য়ে আমেরিকার সাহায্য চায় ,তাদেরও পাশে মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে বলে জানিয়েছেন পম্পেও।

 চিনের বিরুদ্ধে জোট গড়ার প্রক্রিয়া

চিনের বিরুদ্ধে জোট গড়ার প্রক্রিয়া

এবার মার্কিন যুক্তরাষ্ট্র চিনে বিরুদ্ধে যে জোট গড়ার প্রক্রিয়া চালু করেছে, তা পম্পেওর বার্তা থেকেই স্পষ্ট। এই কারণেই আগামী সপ্তাহে ব্রিচেন ও ডেনমার্ক যাচ্ছেন পম্পেও। করোনার এমন আবহে পম্পেও সফর ঘিরে গুরুত্ব বাড়ছে। এদিকে, পম্পেও সাফ জানিয়েছেন, চিনের কমিউনিস্ট পার্টির তরফে গোটা বিশ্বে যে আশঙ্কা রয়েছে, তা অনস্বীকার্য।

 মাইক পম্পেও এবং চিনা সংস্থা

মাইক পম্পেও এবং চিনা সংস্থা

মাইক পম্পেও জানিয়েছেন চিনা সংস্থা হুওয়ায়ের কর্মীদের ওপর এবার মার্কিন যুক্তরাষ্ট্র কিছু বিধি নিষেধ আরোপ করবে। সংবাদ সংস্থা এএফপি এমনই তথ্য দিয়েছে। এদিকে, মার্কিন বার্তার পর এবার স্পষ্ট হল যে মোদীর নীতিতেই এবার ট্রাম্পও চৈনিক আগ্রাসনকে একইভাবে ঠেকাতে বদ্ধ পরিকর।

English summary
USA ready to support those countries who are against China regarding South China Sea says Pompeo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X