For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাফিজ সঈদকে ধরেও লাভ হল না পাকিস্তানের; মার্কিন সাহায্য এখুনি চালু হচ্ছে না

আগামী সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর প্রধানমন্ত্রীত্বকালে এই প্রথম ইমরান পা রাখবেন সেখানে।

  • |
Google Oneindia Bengali News

আগামী সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর প্রধানমন্ত্রীত্বকালে এই প্রথম ইমরান পা রাখবেন সেখানে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে প্রাক্তন ক্রিকেটার ইমরানের এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া, এফএটিএফ বা পাকিস্তানের অর্থনৈতিক সাহায্যের বিষয়ে ইমরানের সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কী কথোপকথন হয়, তা জানতে মুখিয়ে রয়েছে সারা বিশ্ব।

হাফিজ সঈদকে ধরেও লাভ হল না পাকিস্তানের

কিন্তু পাকিস্তানের তরফে যখন আশা করা হচ্ছে যে জঙ্গিনেতা হাফিজ সাঈদের গ্রেফতারির পরে ওয়াশিংটনের মন কিছুটা হলেও গলবে এবং ইসলামাবাদের উপরে দরাজহস্ত হবে ট্রাম প্রশাসন, তখনই এল ফের একটি দুঃসংবাদ।

যতক্ষণ না পাক জঙ্গিদমনের প্রশ্নে আরও কড়া হচ্ছে, ততক্ষণ আমেরিকা সাহায্য দেবে না

'দ্য প্রিন্ট'-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার কংগ্রেসের একটি রিপোর্টে বলা হয়েছে যতক্ষণ না ইসলামাবাদের পক্ষ থেকে পাকাপাকি এবং অপরিবর্তনীয়ভাবে জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হচ্ছে, ততক্ষণ নিরাপত্তা ক্ষেত্রে তাদের প্রতি সাহায্য বন্ধ রাখবে ওয়াশিংটন।

ডোনাল্ড ট্রাম্প আগাগোড়াই পাকিস্তানকে ভর্ৎসনা করেছেন

এখানে উল্লেখ্য যে গতবছর জানুয়ারি মাসে ট্রাম্পের নির্দেশে পাকিস্তানকে নিরাপত্তা ক্ষেত্রে সবরকম সাহায্য দেওয়া বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প নিজেও বছরের প্রথম দিনটিতেই তুলোধোনা করেন পাকিস্তানের জঙ্গিনিধনের নীতিকে। তিনি বলেন বিগত ১৫ বছরে আমেরিকা পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করেছে কিন্তু তার পরিবর্তে ধোঁকা ছাড়া কিছুই দেয়নি। তিনি এও অভিযোগ করেন যে মার্কিনিরা যেই জঙ্গিদের শিকার করে আফগানিস্তানে, তাদেরকেই আশ্রয় দেয় পাকিস্তান। তার আগে ২০১৭ সালের আগস্ট মাসে আফগানিস্তানে সেনা বাড়ানোর কথা ঘোষণা করেও ট্রাম্প ভারতকে আহবান করেছিলেন সে-দেশে বড় ভূমিকা পালন করতে। সেদিনও পরোক্ষে মার্কিন রাষ্ট্রপতির নিশানায় ছিল পাকিস্তান।

'পাকিস্তানের সরকার জঙ্গিদের প্রতিবেশীদের সঙ্গে লড়াইতে ব্যবহার করেছে'

ট্রাম্পের সেই সময়কার কথারই পুনরাবৃত্তি করে মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক রিপোর্টটিতে বলা হয় যে পাকিস্তানে নানা কট্টরপন্থি সংগঠনের আশ্রয় পায় এবং সে-দেশের বিভিন্ন সরকার ইসলামাবাদের হয়ে তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে লড়াইতে এই সংগঠনগুলিকে কাজে লাগিয়েছে সময়ে সময়ে।

এই রিপোর্টটি যারা তৈরি করেছে সেই কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) মার্কিন কংগ্রেসেরই একটি গবেষণা-বিষয়ক সংস্থা। এদের তৈরী রিপোর্টের উপরে ভিত্তি করেই কংগ্রেসের আইনপ্রণেতারা সিদ্ধান্ত নেন। সিআরএস স্বাধীনভাবে কাজ করার জন্যে সুবিদিত।

সিআরএস-এর রিপোর্টে এটাও বলা হয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যতটা কড়া অবস্থান নিয়েছে তা তাঁর কোনও পূর্বসূরি নেননি।

English summary
US still not ready to release security aid for Pakistan; despite Islamabad arresting Hafiz Saeed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X