For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথমবার মঙ্গলের আওয়াজ শুনল পৃথিবী, নাসার পারসিভিয়ারেন্স কি লাল গ্রহে খুঁজে পেল প্রাণের চিহ্ন?

Google Oneindia Bengali News

মঙ্গলে কেমন আওয়াজ শোনা যা, তা প্রথমবার জানতে পারল বিশ্ব। সোমবার নাসা মঙ্গলগ্রহের একটি ভিডিও রিলিজ করে। পার্সিভিয়ারেন্সের পাঠানো একটি ভিডিও এদিন রিলিজ করে নাসা। তাতে মৃদু বহমান বাতাসের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। এছাড়া গত সপ্তাহে মঙ্গল গ্রহে পারসিভিয়ারেন্সের অবতরণের ভিডিও নাসা প্রকাশ্যে আনে।

পারসিভিয়ারেন্স এখন মঙ্গলে প্রাণের চিহ্ন খুঁজছে

পারসিভিয়ারেন্স এখন মঙ্গলে প্রাণের চিহ্ন খুঁজছে

নাসার রোভার পারসিভিয়ারেন্স এখন মঙ্গলের মাটিতে অতীতের প্রাণের চিহ্ন খুঁজছে। এই সময়ই রেকর্ড করা একটি ভিডিও পৃথিবীকে পাঠায় পারসিভিয়ারেন্স। ৩ মিনিট ২৫ সেকন্ডের সেই ভিডিওতেই শোনা যাচ্ছে মঙ্গল গ্রহের মৃদু আওয়াজ। সেই ভিডিও-র ৬০ সেকন্ড বিশ্বের সামনে প্রকাশ করে নাসা।

প্রথমবার মঙ্গলের আওয়াজ শুনতে পেল পৃথিবী

প্রথমবার মঙ্গলের আওয়াজ শুনতে পেল পৃথিবী

নাসার ইঞ্জিনিয়ররা এদিন ৬০ সেকন্ডের রেকর্ডিংটি বাজিয়ে বলেন, 'ভিডিও ১০ সেকন্ড অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যা শোনা যাচ্ছে তা আদতে মঙ্গলে চলা হাওয়ার আওয়াজ। আমাদের রোভার সেই আওয়াজটি রেকর্ড করে পৃথিবীতে ফেরত পাঠিয়েছে।' এছাড়াও এদিন মঙ্গল গ্রহে রোভারের ল্যান্ডিংয়ের ভিডিও প্রকাশ্যে আনে নাসা।

কী বলছেন নাসার বিজ্ঞানীরা

কী বলছেন নাসার বিজ্ঞানীরা

নাসার জেট প্রপালশন ল্যাবেরোটরির ডিরেক্টর মাইকেল ওয়্যাটকিনস এদিন বলেন, 'এই ভিডিওগুলো অসাধারণ। আমরা সবাই এই ভিডিওগুলি গত দুই দিন ধরে ক্রমাগত দেখে চলেছি।' এদিকে রোভারের কাজের খতিয়ান দিতে গিয়ে পারসিভিয়ারেন্সের মিশন ম্যানেজার জেসিকা স্যামুয়েলস দাবি করেন, এখনও পর্যন্ত রোভারটি সঠিক ভাবেই কাজ করছে।

আশা জাগাচ্ছে পারসিভিয়ারেন্স

আশা জাগাচ্ছে পারসিভিয়ারেন্স

পারসিভিয়ারেন্সে রয়েছে ২৫টি ক্যামেরা ও দুটি মাইক্রোফোন। মঙ্গলে পৌঁছেই প্রথম ছবি পাঠিয়েছে এই রোভার। পার্সিভিয়ারেন্স নামের এই রোভার তার ৭ ফিট লম্বা হাত প্রসারিত করে মঙ্গল থেকে নমুনা সংগ্রহ করবে। ১৯৬৫ সালের পর থেকে আমেরিকার ২০টি মঙ্গল অভিযানের মধ্য়ে পারসিভিয়ারেন্স সবচেয়ে বেশি আশা জাগাচ্ছে বলেও জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

English summary
US space agency NASA on Monday released the first audio from Mars and video of Perseverance landing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X