For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩-০ ! ট্রাম্পের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তৃতীয়বার ধাক্কা খেল মার্কিন আদালতে

ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তৃতীয়বার ধাক্কা খেল মার্কিন আদালতে

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ১০ ফেব্রুয়ারি : ৭ টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশাধিকারে সাময়িক নিষেধাজ্ঞার যে ফরমান জারি করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প, তা ফের একবার ধাক্কা খেল মার্কিন আদালতে। এই নিয়ে মোট ৩ বার পর পর মার্কিন আদালত গুলিতে ট্রাম্পের নির্দেশকে নসাৎ করা হল।[মার্কিন অভিবাসন নীতি: মার্কিন আদালতের রায়ে ফের ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন]

মার্কিন কোর্ট অফ আপিল-এর পক্ষ থেকে ২৯ পাতার এক মতামত প্রকাশের নথিতে ৩ জন বিচারক সর্বসম্মত ভাবে এই নির্দেশিকাকে নস্যাৎ করে দেন। আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এই ধরনের পদক্ষেপকে কিছুতেই মানতে চাননি বিচারকরা।[নিরাপত্তার কারণে ৫ বছরের ইরানি শিশু আটক মার্কিন বিমানবন্দরে]

৩-০ ! ট্রাম্পের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তৃতীয়বার ধাক্কা খেল মার্কিন আদালতে

ট্রাম্পের এই ফরমানে মুসলিম সমাজকে অন্য চোখে দেখা হচ্ছে কী না , তা নিয়ে কোনও উত্তর দেয়নি মার্কিন আদলত। তবে আদালতের তরফে জানানো হয়েছে আপাতত এই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারি থাকবে। এদিকে গোটা ঘটনায় বেজায় ক্ষুব্ধ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেলন, "আদালতে দেখা হবে। আমাদের দেশের নিরাপত্তা এখন ঝুঁকির মধ্যে রয়ে গেল"। পাশাপশি তিনি আদলতের সিদ্ধান্তকে রাজনৈতিক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেন।[ট্রাম্পের নীতির বিরোধিতা করায় ছাঁটাই মার্কিন অ্যাটর্নি জেনারেল]

এবার মার্কিন আইন বিভাগ এই বিষয়ে মার্কিন সর্ব্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে নিষেধাজ্ঞার ক্ষেত্রে হস্তক্ষেপ দাবি করে। এদিকে মার্কিন আপিল কোর্ট নিষেধাজ্ঞার অন্যান্য বিভিন্ন দিক পর্যালোচনা করছে বলে জানিয়েছে। এর আগে সিরিয়া, ইরাক , ইরান , লিবিয়া , সুদান সহ ৭ মুসলিম দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন নিয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞর ফরমান, মার্কিন সিয়াটেল আদলত সহ আরো এক আদালতে প্রাথমিক ভাবে ধাক্কা খায়।

English summary
A US federal appeals court has unanimously declined to reinstate Donald Trump’s controversial executive order to temporarily ban refugees and people from seven majority-Muslim nations, prompting a sharp reaction from the President who called it a “political decision”.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X