For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনিই যেন প্রেসিডেন্ট, মার্কিন প্রশাসনের ভবিষ্যতের রূপরেখা তৈরি বাইডেনের

Google Oneindia Bengali News

সরকার চালানোর রূপরেখা স্থির করে ফেলতে নয়া ওয়েবসাইট লঞ্চ করলেন জো বাইডেন। উল্লেখ্য, হোয়াইট হাউস দখলের আরও কাছে পৌঁছে গিয়েছেন জো বাইডেন৷ এদিন মিশিগান, উইসকনসিন রাজ্যে জয় নিশ্চিত হতেই জনসমক্ষে এসে বক্তৃতা রাখেন বাইডেন। পাশাপাশি একটি ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি।

'বিল্ড ব্যাক বেটার স্টেট'

'বিল্ড ব্যাক বেটার স্টেট'

রিপাবলিকানদের হাতে থাকা হোয়াইট হাউজকে ডেমোক্র্যাটরা কী ভাবে বদলে ফেলবেন, সেই রূপরেখা তৈরি করে ফেললেন বাইডেন। এবং সেই রূপরেখা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে 'বিল্ড ব্যাক বেটার স্টেট' নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করলেন জো বাইডেন। মূলত ট্রাম্প প্রশাসনের যাবতীয় প্রকল্প এবং কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ছক কষেছেন জো বাইডেন। প্রসঙ্গত, সেই প্রশাসনে তিনি নিজে ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটলেন না বাইডেন

ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটলেন না বাইডেন

এদিকে জয় ঘোষণা করে ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতের পথে না হাঁটলেও বাইডেন স্পষ্ট করে দিলেন তাঁরা আশা করছেন যে শেষ পর্যন্ত হোয়াইট হাউজে আসবে তাঁরই দখলে। তবে লাল বা নীল রাজ্য নয়, তিনি সকলের রাষ্ট্রপতি হিসাবে কাজ করবেন বলে দাবি করেন জো বাইডেন। ডেমোক্র্যাট হিসেবে লড়লেও এবার তিনি সকলের রাষ্ট্রপতি হতে চান বলে দাবি বাইডেনের।

জয় ঘোষণা

জয় ঘোষণা

এদিন নিজের সমর্থকদের প্রতি আবার তিনি বলেন, 'আমি আজ নিজের জয় ঘোষণা করতে আসিনি। শুধু জানাতে চাই ভোটগণনা সুষ্ঠুভাবে শেষ হলে আমরাই জিতব। প্রতিটা ভোট গোণা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে।' এদিকে ইতিমধ্যেই সর্বোচ্চ পপুলার ভোটের শিরোপা পেয়েছে তাঁর শিবির।

English summary
US Election 2020, Joe Biden Launches new website Build Back Better State as he inches closer to victory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X