For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতাকামী নেতাদের কারাদণ্ডের রায়ে অশান্ত কাতালোনিয়া

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানানো রাজনৈতিক নেতাদের কারাদণ্ডের প্রতিবাদে বার্সেলোনা জুড়ে বিক্ষোভ, সংঘর্ষ ও হিংসা ছড়িয়ে পড়েছে।

Google Oneindia Bengali News

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানানো রাজনৈতিক নেতাদের কারাদণ্ডের প্রতিবাদে বার্সেলোনা জুড়ে বিক্ষোভ, সংঘর্ষ ও হিংসা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বুধবার রাতে শহরটির বিভিন্ন সড়কে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জনের বেশি মানুষ জখম হয়েছেন।

স্বাধীনতার দাবিতে কাতালোনিয়া

স্বাধীনতার দাবিতে কাতালোনিয়া

২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতা লাভের আন্দোলন ও গণভোট পুরো স্পেনকে কাঁপিয়ে দিয়েছিল। স্বায়ত্তশাসিত কাতালোনিয়ার নিজেস্ব ভাষা, সংস্কৃতী ও সংসদ রয়েছে। তাদের পতাকা ও অ্যান্থেমও স্পেনের থেকে আলাদা। সেই কারণেই দীর্ঘদিন ধরে স্পেন থেকে পৃথক হয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবি তুলে আসছিল সেখানকার জনগণ। প্রায় ৭৫ লাখ মানুষ অধ্যুষিত এলাকাটিতে থাকে।

 নতুন করে অশান্তির সূত্রপাত

নতুন করে অশান্তির সূত্রপাত

সোমবার দেশটির সুপ্রিম কোর্ট কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলন, গণভোট ও তার পরবর্তী স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ৯জন রাজনীতিবিদ ও নেতাকে রাষ্ট্রদোহীতার দোষে ৯ থেকে ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়। এই রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধরা ফের রাস্তায় নামে। বুধবার দিনভর সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখা যায়। তবে রাত হতেই পরিস্থিতি বদল হয়। রাতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাঁদের গলায় শুনতে পাওয়া যায় স্লোগান। বিক্ষোভকারীরা বলতে থাকেন, "এই রাস্তা আমাদের হবেই।"

 সুপ্রিমকোর্টের রায়ে ফুঁসছে কাতালান

সুপ্রিমকোর্টের রায়ে ফুঁসছে কাতালান

বুধবার দিনের বেলায় বিক্ষোভকারীরা বার্সেলোনার বেশকিছু সড়ক ও রেললাইন বন্ধ করে দেয়। আঞ্চলিক সরকারপ্রধান তোরা নিজেও স্বাধীনতাপন্থিদের ঘাঁটি খ্যাত জিরোনা শহরের একটি বিক্ষোভে অংশ নেন। আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে সঠিক উপায়ে বিক্ষোভের উদাহরণ দেখাতে সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে পরে জানান তিনি। সূর্যআস্তের পর কয়েক হাজার বিক্ষোভকারী, যাদের অধিকাংশই তরুণ, বার্সেলোনার কেন্দ্রস্থলে থাকা প্রধান সড়কে জড়ো হয়ে স্বাধীন কাতালানের পতাকা উড়াতে থাকে। তারা শূন্যে টয়লেট পেপারও ছুড়ে মারে।

বিক্ষোভকারীদের ঠেকাতে তৎপর স্প্যানিশ সরকার

বিক্ষোভকারীদের ঠেকাতে তৎপর স্প্যানিশ সরকার

বিক্ষোভকারীরা কর্মকর্তাদের লক্ষ্য করে মলোটোভ ককটেল, পেট্রোল বোমা ও এসিড ছুড়েছে বলে দাবি পুলিশের। কোনো কোনো স্থানে বিক্ষোভকারীদের ওপর পুলিশকে লাঠিচার্জ ও ফোমের প্রজেক্টাইল ছুড়তে দেখা গেছে। জরুরি বিভাগ পরে বার্সেলোনা ও বিভিন্ন শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। ৩৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে জখম হন ৯৭ জন, যার মধ্যে রয়েছেন ৩৬ জন পুলিশকর্মীও। এদের মধ্যে ৫২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলি।

পরিস্থিতি স্বাভাবিকে বৈঠকের আশ্বাস প্রধানমন্ত্রীর

পরিস্থিতি স্বাভাবিকে বৈঠকের আশ্বাস প্রধানমন্ত্রীর

স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ বলেন, "অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার এই পরিস্থিতিতে দ্রুত ও যথোপযুক্ত ব্যবস্থা নেবে। সমগ্র পরিস্থিতিই সরকারের বিবেচনায় আছে। কাতালান জনগণ এবং স্পেনের সমাজের সবারই তা জানা উচিত।"

সিরিয়ায় পাঁচদিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত তুরস্কের, এরডোগানের সঙ্গে বৈঠকের পর জানালেন পেন্সসিরিয়ায় পাঁচদিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত তুরস্কের, এরডোগানের সঙ্গে বৈঠকের পর জানালেন পেন্স

English summary
Unrest In Catalonia after Spanish Supreme Court's verdict to imprison pro independence leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X