For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলবন্দি রাম রহিম ও হানিপ্রীতকে টুইট রাষ্ট্রপুঞ্জের, তোলপাড় স্যোশাল মিডিয়া

গুরমিত রাম রহিম ও তার দত্তক কন্যা হানিপ্রীত ইনসানের কাছে সাহায্য চেয়ে টুইট করল রাষ্ট্রপুঞ্জ।

  • |
Google Oneindia Bengali News

জেলবন্দি ধর্ষক গুরমিত রাম রহিম ও তার দত্তক কন্যা হানিপ্রীত ইনসানের কাছে সাহায্য চেয়ে টুইট করল রাষ্ট্রপুঞ্জ। তা জানাজানির পর অনেকেই প্রশ্ন করছেন, রাষ্ট্রপুঞ্জের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়নি তো? তবে না। সত্যিই টুইট করা হয়েছিল। পরে ভুল বুঝতে পেরে দুটি টুইটই মুছে দেওয়া হয়েছে।

জেলবন্দি রাম রহিম ও হানিপ্রীতকে টুইট রাষ্ট্রপুঞ্জের

এদিন সকালে রাষ্ট্রপুঞ্জের সাইটে দুটি টুইট দেখা গিয়েছে। তাতে জেলবন্দি ধর্ষক রাম রহিম সিং ও পুলিশের হাতে গ্রেফতার হানিপ্রীতকে উদ্দেশ্য করে তাদের টুইটার হ্যান্ডেল দিয়ে লেখা হয়েছে।

জেলবন্দি রাম রহিম

রাষ্ট্রসংঘের জল সম্পর্কিত বিষয় দেখভাল করে যে সংস্থা তারা তাঁদের জল ও শৌচালয় নিয়ে প্রচারে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে হানিপ্রীত ও রাম রহিমকে। আগামী ১৯ নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষ্যে প্রচারে সাহায্য করার লক্ষ্যেই এই টুইট করা হয়েছে।

জেলবন্দি রাম রহিম ও হানিপ্রীতকে টুইট রাষ্ট্রপুঞ্জের

আগামী ২০ বছরের জন্য জেলবন্দি রাম রহিমের পক্ষে টুইট দেখা বা জবাব দেওয়া সম্ভব নয়। তা অ্যাকাউন্টও সাসপেন্ড রয়েছে। পাশাপাশি পুলিশের জালে ধরা পড়া হানিপ্রীতও এই আমন্ত্রণ রক্ষা করতে পারবেন বলে মনে হয় না। সবচেয়ে বড় কথা রাষ্ট্রপুঞ্জের সঙ্গে এই দুই বাপ-বেটি কীভাবে জড়ালেন তা নিয়েও আপাতত ধোঁয়াশা রয়ে গিয়েছে।

English summary
United Nations tweets to Gurmeet Ram Rahim Singh and Honeypreet asked for their support in celebrating 'World Toilet Day'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X