For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনের ফায়দা তুলছে জঙ্গিরা! অনলাইনেই তৈরি হচ্ছে জেহাদি

Google Oneindia Bengali News

করোনার জেরে বিশ্বজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে জঙ্গি কার্যকলাপে অনেকটাই দাঁড়ি পড়েছে। তবে বিশ্বের উপর হিংসার কালো ছায়া আরও প্রকোপ হচ্ছে এই সময়। এমনটাই জানালের রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। এই বিষয়ে সোমবার নিরাপত্তা পরিষদের একটি বৈঠক বসে। সেখানেই এই কথা বলেন তিনি।

করোনা লকডাউনে জঙ্গি তৎপরতা

করোনা লকডাউনে জঙ্গি তৎপরতা

এর আগে জৈব অস্ত্র হিসাবে করোনাকে ব্যবহার করার আশঙ্কাবাণী শুনিয়েছিলেন গুতেরে। তিনি বলেছিলেন, বিশ্বজুড়ে তৈরি হওয়া এই পরিস্থিতির মধ্যেই জৈব-অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসবাদী হামলার সুযোগ ক্রমশই বাড়ছে জঙ্গিদের কাছে। এই বিষয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা করে সবাই সহমতও হয়।

অনলাইলে জাল বিস্তার করছে জঙ্গিরা

অনলাইলে জাল বিস্তার করছে জঙ্গিরা

আর এদিন গুতেরেস বলেন, লকডাউনের ফায়দা তুলে অনলাইলে জাল বিস্তার করছে জঙ্গিরা। তারা অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানোর পাশাপাশি নতুন জঙ্গি তৈরি ও তাদের দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিশয়টির উপর বিশেষ নজর না দিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও গম্ভীর হতে পারে বলে দাবি করেন তিনি।

করোনা রোখার লড়াইয়ে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে

করোনা রোখার লড়াইয়ে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে

এর আগে করোনা রোখার লড়াইয়ে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন আন্তোনিও। তিনি বলেছিলেন, আমরা আগে মহামারি মোকাবেলার কাজ শেষ করি। এরপর পেছনের দিকে তাকানোর সময় পাওয়া যাবে। কিন্তু এখন সে সময় নয়। তিনি জোর দিয়ে বলেন, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। ভাইরাস মোকাবিলায় এখন সময় এক যোগে কাজ করার।

করোনায় জেরবার গোটা বিশ্ব

করোনায় জেরবার গোটা বিশ্ব

গোটা বিশ্ব লড়ছে মারণ এই ভাইরাসের সঙ্গে। করোনার হাত থেকে বাঁচতে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশ্বের তাবড় দেশের বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের প্রতিষেধকের সন্ধান মেলেনি। গোটা বিশ্বে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন ৩০ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ২ লক্ষেরও বেশিতে পৌঁছে গিয়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই অবস্থায় এই নতুন আশঙ্কাবাণী স্বভাবতই চিন্তায় ফেলেছে সকলকে।

English summary
UN chief Antonio Guterres said that terrorists recruiting in social media amid covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X