For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের পাশে ব্রিটেন, গ্রেফতারির পর খারিজ নীরব মোদীর জামিনের আবেদনও

গ্রেফতারির পর হিরে ব্যবসায়ী নীরব মোদীর জামিনের আবেদনও খারিজ করল ব্রিটেনের আদালত।

  • |
Google Oneindia Bengali News

গ্রেফতারির পর হিরে ব্যবসায়ী নীরব মোদীর জামিনের আবেদনও খারিজ করল ব্রিটেনের আদালত। এদিন ওয়েস্ট মিনস্টার আদালত নীরব মোদীর জামিনের আবেদনে সাড়া না দিয়ে ২৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ভারতের পাশে ব্রিটেন, গ্রেফতারির পর খারিজ নীরব মোদীর জামিনের আবেদনও

আদালত জানিয়েছে, আইন যদি নীরব মোদীকে জামিন দেয় তাহলে সমূহ সম্ভাবনা রয়েছে যে তিনি আত্মসমর্পণ করবেন না। সেই বলেই ওয়েস্টমিনস্টার আদালতের বিচারক তাকে জামিন দেননি।

জামিন পেতে ৫ লক্ষ পাউন্ড পর্যন্ত অর্থ দিতে আদালতে আর্জি জানান মোদী। তবে ম্যাজিস্ট্রেট সেই দাবি পত্রপাট ফিরিয়ে মোদীকে জেলে পাঠানোর ঘোষণা করেন।

[আরও পড়ুন:ভারতের পাশে ব্রিটেন, গ্রেফতারির পর খারিজ নীরব মোদীর জামিনের আবেদনও][আরও পড়ুন:ভারতের পাশে ব্রিটেন, গ্রেফতারির পর খারিজ নীরব মোদীর জামিনের আবেদনও]

গত সপ্তাহে লন্ডনের আদালত নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ভারত তাকে প্রত্যর্প করার দাবি জানিয়েছিল। তার প্রেক্ষিতেই ব্রিটেন ব্যবস্থা নেয়। এরপরে এদিন তাকে গ্রেফতার করা হয়েছে।

[আরও পড়ুন: অবশেষে সাফল্য! লন্ডনে গ্রেফতার নীরব মোদী][আরও পড়ুন: অবশেষে সাফল্য! লন্ডনে গ্রেফতার নীরব মোদী]

প্রসঙ্গত, গতবছরের ফেব্রুয়ারিতে ভারত সরকার নীরব মোদীর পাসপোর্ট বাতিল করলেও গতবছর থেকে ব্রিটেনে থাকছিলেন তিনি। এবং অন্তত চারবার ব্রিটেন থেকে বাইরে গিয়ে ফের ব্রিটেনে ফিরেছেন বলে জানা গিয়েছে।

English summary
UK court denies Nirav Modi bail, puts him in custody till 29 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X