For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭৫শতাংশ কর্মীকে ছেটে ফেলা হচ্ছে টুইটার থেকে? রইল Elon Musk-এর মারাত্মক পরিকল্পনা

গোটা বিশ্বে ক্রমশ বাড়ছে বেকারত্ব। একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। ইতিমধ্যে সেই তালিকাতে যুক্ত হয়েছে ফেসবুক, অ্যাপল, গুগল কিংবা মাইক্রোসফটের মতো সংস্থা। এবার সেখানে নবতম যোগ টুইটারের। সংস্থার অন্তত ৭৫ শতাংশ কর্ম

  • |
Google Oneindia Bengali News

গোটা বিশ্বে ক্রমশ বাড়ছে বেকারত্ব। একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। ইতিমধ্যে সেই তালিকাতে যুক্ত হয়েছে ফেসবুক, অ্যাপল, গুগল কিংবা মাইক্রোসফটের মতো সংস্থা। এবার সেখানে নবতম যোগ টুইটারের। সংস্থার অন্তত ৭৫ শতাংশ কর্মী ছুটিতে যেতে পারেন। এমনটাই নাকি পরিকল্পনা সেরে ফেলেছেন বিশ্বের সবথেকে ধনী খোদ Elon Musk-এর।

জানা যাচ্ছে, বিশ্বের অন্যতম বড় মাইক্রো ব্লগিং সাইটের ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা টেসলা কর্তার। বলা হচ্ছে সংস্থার মালিক যিনিই হোক না কেন আগামী মাসেই কর্মী ছাঁটাই হবে বলে কার্যত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে বলে খবর।

ইন্টারভিউ এবং নথি উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে

ইন্টারভিউ এবং নথি উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে

মার্কিন সংবাদমাধ্যমে দ্য ওয়াশিংটন পোস্ট এই সংক্রান্ত খবর প্রকাশিত করেছে। যেখানে বেশ কিছু ইন্টারভিউ এবং নথি উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। সেই খবরে দাবি করা হয়েছে যে এলন মাস্কের পরিকল্পনা অনুসারে সোশ্যাল মিডিয়া সংস্থাতে ৭৫০০ স্টাফের চাকরি (Jobs Cut) যেতে পারে। তবে টুইটারের একটি সূত্র জানাচ্ছে, কারোর চাকরি যাবে না। সবাই মিলে যেমন কাজ করা হচ্ছিল তা চলবে বলেও দাবি করা হয়েছে।

কর্মীদের মধ্যে বাড়ছে আতঙ্ক।

কর্মীদের মধ্যে বাড়ছে আতঙ্ক।

রিপোর্ট অনুসারে, এলন মাস্কের টুইটার কেনার সময়েই কর্মী সংখ্যা কমানোর কথা বলা হয়েছিল। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে বর্তমানের টুইটার ম্যানেজম্যান্ট বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। যেমন আগামী বছরের শেষের দিকে সংস্থার বেতন খরচ থেকে ভারতীয় মূল্যে 6 হাজার কোটিরও বেশি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে দাঁড়িয়ে অবশ্য একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি কর্মীদের মধ্যে বাড়ছে আতঙ্ক।

Twitter HR -এর তরফে Layoff এর কথা বলা হয়েছে?

Twitter HR -এর তরফে Layoff এর কথা বলা হয়েছে?

দ্য ওয়াশিংটন পোস্টের খবরে Twitter HR -এর কথা বলা হয়েছে। যদিও কোনও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেই তেমনটাই দাবি করা হয়েছে। কিন্ত্য তথ্য অন্য কথা বলছে বলে দাবি করা হয়েছে প্রকাশিত ওই খবরে। বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাস আগেই টুইটার কেনেন টেসলা কর্তা এলন মাস্ক। এরপর হঠাত করেই টুইটার না কেনার ঘোষণা করে দেন তিনি। এই অবস্থায় বিশ্বের অন্যতম বড় মাইক্রো ব্লগিং সাইটের ভবিশ্যত নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এর মধ্যেই এই খবর ঘিরে একেবারে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে খবর।তবে এই বিতর্কের মধ্যেই এলন মাস্কের $ 44 বিলিয়ন 'বাইআউট' চুক্তিতে অনুমোদন দিয়েছে টুইটার শেয়ারহোল্ডাররা। দীর্ঘদিন ধরেই এলন মাস্কের টুইটার কেনার গোটা প্রক্রিয়াটি ঝুলে রয়েছে। আর এর মধ্যেই গত কয়েকদিন আগেই এই বিষিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন করে ফের উত্তেজনা করুণাময়ীতে, জমায়েতের অনুমতি নেই জানাল পুলিশ নতুন করে ফের উত্তেজনা করুণাময়ীতে, জমায়েতের অনুমতি নেই জানাল পুলিশ

English summary
Twitter may expel 75 percent employees, planned elon musk: report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X