For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন কী শনির ২০টি চাঁদ আছে, নতুন করে হদিশ মিলেছে তাদের

সৌরমণ্ডলের নতুন আবিষ্কার শনির ২০টি চাঁদ। নতুন এই ২০টি চাঁদের সন্ধান মেলার পর শনির উপগ্রহের সংখ্যা দাঁড়াল ৮২। সৌরমণ্ডলে যা রেকর্ড বললে ভুল হবে না। কারণ চাঁদের সংখ্যায় বৃহস্পতিকেও হারিয়ে দিয়েছে শনি।

Google Oneindia Bengali News

সৌরমণ্ডলের নতুন আবিষ্কার শনির ২০টি চাঁদ। নতুন এই ২০টি চাঁদের সন্ধান মেলার পর শনির উপগ্রহের সংখ্যা দাঁড়াল ৮২। সৌরমণ্ডলে যা রেকর্ড বললে ভুল হবে না। কারণ চাঁদের সংখ্যায় বৃহস্পতিকেও হারিয়ে দিয়েছে শনি। বৃহস্পতির চাঁদের সংখ্যা ৭৯। কাজেই বলাই যায় শনির চাঁদের রাজা।

জানেন কী শনির ২০টি চাঁদে আছে, নতুন করে হদিশ মিলেছে তাদের

মহাকাশ বিজ্ঞানী স্কট শেপার্ড জানিয়েছেন, সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এবং এই বৃহস্পতির চাঁদের আয়তন সবচেয়ে বড় তাতে কোনও সন্দেহ নেই। বৃহস্পতির জিয়ানিমেড এতোটাই বড় যে পৃথিবীর আকার তার অর্ধেক। সেতুলনায় শনির নতুন চাঁদগুলির আকার একেবারেই ছোট। ক্ষুদ্র বললে ভুল হবে না। এক একটি আকারে ৫ কিলোমিটারের বেশি নয়।

মহাকাশ বিজ্ঞানী শেপার্ড হাউইয়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করার পর শনির ২০টি নতুন চাঁদের অস্তিত্বের সন্ধান পেয়েছেন। তাঁরা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পেয়েছেন এই নতুন চাঁদগুলি। তাঁরা মনে করছেন প্রায় ১০০টি ছোট ছোট চাঁদ রয়েছে শনির। তারপরেই তাঁরা ইমেল করে শনির নতুন ২০টি চাঁদের অস্তিত্বের কথা জানান। সোমবার আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা করেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন।

English summary
Twenty new moons have been found around Saturn
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X