For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ ‘প্রেসিডেন্সিয়াল ডিবেটে’ ট্রাম্প-বাইডেন, বিতর্কসভার নিয়মাবলীতে বড়সড় পরিবর্তন কমিশনের

শেষ ‘প্রেসিডেন্সিয়াল ডিবেটে’ ট্রাম্প-বাইডেন, বিতর্কসভার নিয়মাবলীতে বড়সড় পরিবর্তন কমিশনের

  • |
Google Oneindia Bengali News

শেষ প্রেসিডেন্সিয়াল ডিবেটের তিক্ত অভিজ্ঞতার কথা কম বেশি সকলের জানা। ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে ধরাশায়ী করতে গিয়ে ট্রাম্পের বেনজির 'অভদ্রতারও’ সাক্ষী থেকেছে গোটা মার্কিন মুলুক। এমতাবস্থায় ৩রা নভেম্বর নির্বাচনের প্রাক্কালে চলতি সপ্তাহেই বৃহষ্পতিবারই শেষ প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশগ্রহণ করতে চলেছেন রিপাবলিকান শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেন। তার আগেই ডিবেট সংক্রান্ত নতুন নিয়মাবলী প্রকাশ করতে দেখা গেল মার্কিন ডিবেট কমিশনকে।

শেষ ‘প্রেসিডেন্সিয়াল ডিবেটে’ ট্রাম্প-বাইডেন, বিতর্কসভার নিয়মাবলীতে বড়সড় পরিবর্তন কমিশনের

নতুন নির্দেশিকা অনুযায়ী সুস্থ বিতর্কসভার মাঝেই 'অযাচিত কটূক্তি’ এড়াতেই নয়া সিদ্ধান্তের পথে হাঁটছে প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যে সময় ট্রাম্প কথা বলবেন সেই সময় যেমন বন্ধ থাকবে বাইডেনের মাইক একইভাবে বাইডেনের বক্তব্য রাখার সময় ট্রাম্পের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। একইসাথে কোনও প্রশ্নত্তোরপর্বও যখন চলবে না তখন দু-জনেরই মাইক বন্ধ রাখা হবে বলে ডিবেট কমিশনের নয়া নির্দেশিকায় বলা হয়েছে।

আরও সহজ ভাবে বলতে গেলে বিতর্ক চলাকালীন মডারেটরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রতি প্রার্থীর জনয বরাদ্দ থাকবে দুই মিনিট সময়। সেই সময়ে একজন যখন কথা বলবেন তখন অন্য প্রার্থীর মাইক বন্ধ হয়ে যাবে। অন্যদিকে প্রতি ইস্যুতে দুজনের বলা হয়ে যাওয়ার পরে কিছু সময় উন্মুক্ত আলোচনার জন্যও বরাদ্দ হবে বলে ডিবেট কমিশন সূত্রে খবর। একমাত্র সেই সময়েই ট্রাম্প বা বাইডেন কারও মাইকিই 'মিউট’ করা হবে বলেই জানা যাচ্ছে।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

দলীয় পতাকা খোলাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ! এসএসকেএম-এ মৃত্যু বিজেপি নেতারদলীয় পতাকা খোলাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ! এসএসকেএম-এ মৃত্যু বিজেপি নেতার

English summary
trumps mic will be off while biden speaks major changes to the rules of the last presidential debate before usa election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X