For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার দায় না নিলে বেকায়দায় পড়তে পারে বেজিং, বাণিজ্য চুক্তি খারিজের হুমকি ট্রাম্পের

করোনার দায় না নিলে বেকায়দায় পড়তে পারে বেজিং, বাণিজ্য চুক্তি খারিজের হুমকি ট্রাম্পের

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মাঝেই চিনের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার দায়ভার না নিলে এবং চুক্তি বাবদ অর্থ অনাদায়ে আমেরিকা বাণিজ্যচুক্তি লঙ্ঘন করতে পারে বলে খবর।

আমেরিকার ও চিনের বাণিজ্যচুক্তি

আমেরিকার ও চিনের বাণিজ্যচুক্তি

বিশ্বের সর্বাধিক শক্তিধর যুযুধান দুই প্রতিপক্ষ চিন ও আমেরিকা বিশ্ব অর্থনীতিতে সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যেই এ বছরের জানুয়ারিতে চুক্তির প্রথম ধাপের সই সাবুদ সারে। চুক্তি অনুসারে প্রায় ১৫,৩১,০০০কোটির আমেরিকান সামগ্রী কেনার কথা চিনের। সম্প্রতি আমেরিকা-চিন অর্থনৈতিক ও সুরক্ষা পর্যালোচনা কমিশনের একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে করোনার হঠাৎ আগমনে চিন চুক্তির একটি বিধিকে কাজে লাগিয়ে এই বিপুল অর্থের বোঝা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে পারে। উক্ত বিধি অনুসারে, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভাগ্যক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনার জেরে চিন এই সিদ্ধান্তকে পর্যালোচনার আওতায় ফেলতে পারে। সেক্ষেত্রে করোনায় পর্যদুস্ত আমেরিকা প্রবল ক্ষতির মুখে পড়বে বলে মত অর্থনীতিবিদদের।

ট্রাম্পের হুমকির মুখে চিন

ট্রাম্পের হুমকির মুখে চিন

২০১৭ সালে আমেরিকার দাবি অনুসারে চিনের কারণে বাণিজ্যে ভারসাম্য হারাতে বসেছিল বিশ্ব অর্থনীতি। ফলত ২০১৮ সালে চিনের বিরুদ্ধে রীতিমত বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। চিনা সামগ্রীর উপর প্রায় ২৭,৫৬,০০০ কোটি টাকা কর ধার্য করে মার্কিন সরকার। জবাবে চিন প্রশাসনও ৮,৪২,০০০ কোটি টাকা কর চাপায় মার্কিন সামগ্রীর উপর।

করোনা সংকটের মাঝেই লাগাতার হুমকি ট্রাম্পের

করোনা সংকটের মাঝেই লাগাতার হুমকি ট্রাম্পের

এমতাবস্থায় সুর চড়িয়ে হুমকির সুরে বলেছেন, "প্রথমে বাণিজ্য চুক্তি লঙ্ঘনের আশঙ্কা ও এখন এই অদৃশ্য করোনা শত্রু। কেউ না জানলেও আমরা জানি এই শত্রুকে কে পৃথিবীতে এনেছে। ফলত দোষ স্বীকার না করলে চিনও বুঝবে যে ট্রাম্প কতটা নিষ্ঠুর হতে পারে।"

আমেরিকায় মৃত্যু মিছিল ছাড়িয়েছে চিন

আমেরিকায় মৃত্যু মিছিল ছাড়িয়েছে চিন

চিনে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৮২,৭৮৮ ও মৃত ৪৬৩২ জন হলেও আমেরিকায় তা ৮,২৪,৬০০ ছুঁইছুঁই ও মারা গেছেন ৪৫,২৯০ জন। বহুদিন ধরেই চিনকে এই মহামারীর জন্যে দোষারোপ করে এলেও বর্তমানে রীতিমত হুমকির পথে মার্কিন প্রেসিডেন্ট। ফলত আন্তর্জাতিক মহলে বাড়ছে চাপানউতোর।

বাংলার বদনাম করার অপচেষ্টা চলছে! কেন্দ্রের কিট ছাড়াই পরীক্ষা পর্যাপ্ত, বার্তা মমতারবাংলার বদনাম করার অপচেষ্টা চলছে! কেন্দ্রের কিট ছাড়াই পরীক্ষা পর্যাপ্ত, বার্তা মমতার

English summary
Trump threatens to dismiss trade deal with Beijing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X