For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই রিয়ালি ডোন্ট কেয়ার, ডু ইউ - বউয়ের জ্যাকেট নিয়ে টুইট করলেন ট্রাম্প

ট্রাম্প জানালেন মেলানিয়া ট্রাম্পের জ্যাকেটের স্লোগান -এর নিশানা ছিল 'ফেক নিউজ মিডিয়া (ভূয়ো সংবাদমাধ্যম), উদ্বাস্তু শিশুরা নয়।

Google Oneindia Bengali News

বউকে বাঁচাতে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। টুইট করে জানালেন মেলানিয়া ট্রাম্পের জ্যাকেটে লেখা স্লোগান 'আই রিয়ালি ডোন্ট কেয়ার। ডু ইউ?(আমি পাত্তাই দিই না। আপনি?)'-এর নিশানা ছিল 'ফেক নিউজ মিডিয়া (ভূয়ো সংবাদমাধ্যম), উদ্বাস্তু শিশুরা নয়। সমালোচকরা বলছেন, বউকে বাঁচানো নয়, দেশে-বিদেশে তাঁর যে সমালোচনা শুরু হয়েছে, তা থেকে নিজেকে বাঁচাতেই তাঁর এই ফেক নিউজ -এর অবতারণা।

আই রিয়ালি ডোন্ট কেয়ার, ডু ইউ

গত কয়েকদিনে জানা গিয়েছে অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের শূন্য সহনশীলতা নীতির শিকার হয়েছে প্রায় ২০ হাজার শিশু। এই শিশুদের তাদের বন্দী বাবা-মায়েদের কাছ থেকে আলাদা করে এনে অন্য এক জায়গায় আটকে রাখা হয়েছে। বাবা-মায়েদের পরিচয় 'অবৈধ অভিবাসী', আর শিশুদের পরিচয় 'সহায়হীন শিশু'। এখবর প্রকাশ্যে আসতেই দেশে-বিদেশএ সমালোচনার মুখে বুধবারই ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করে শিশুদের বাবা-মায়েদের কাছ থেকে বিচ্ছিন্ন করার নীতির অবসান ঘটিয়েছেন।

ওই দিনই মেলানিয়া ট্রাম্প মেক্সিকো বর্ডারের কাছে এধরণের শিশুদের একটি সরকারি আবাসে সফরে যান। তার আগে তিনিও সোশাল মিডিয়ায় অভিবাসী শিশুদের এভাবে বাবা-মায়েদের থেকে বিচ্ছিন্ন করার সমালোচনা করেছিলেন। তারপর বুধবারের ওই সফর ছিল তাঁর শিশুদরদী চরিত্রকে তুলে ধরার লক্ষ্যে। কিন্তু প্রাক্তন এই মডেলের ফ্যাশন সেন্স-এর জন্য সফরটি মেলানিয়ার ভাবনার বিপরীতে গেল।

শিশুদের আবাস থেকে বেরনোর পর গাড়িতে ওঠার সময় মার্কিন ফার্স্ট লেডির গায়ে একটি জলপাই রঙের জ্যাকেট ছিল। জ্যাকেটের পিছনে সাদা রঙে গ্রাফিতি স্টাইলে লেখা ছিল সেই স্লোগান - 'আই রিয়ালি ডোন্ট কেয়ার। ডু ইউ?' এরপরই ইন্টারনেটে স্লোগানটি উদ্বাস্তু শিশুদের উদ্দেশ্য কিনা তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়।

আই রিয়ালি ডোন্ট কেয়ার, ডু ইউ

মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র অবশ্য জানিয়েছিলেন, ওটা কেবলই একটা জ্যাকেট মাত্র। কাউকে কোনও বার্তা দেওয়া হয়নি। কিন্তু তার বিপরীতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে লেখেন ভুয়ো সংবাদের বিরুদ্ধে বার্তা দিয়েছেন মেলানিয়া।

English summary
Trump claims slogan of Melania's jacket, to attack 'fake news media' not the kids taken from their parents.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X