For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বালাকোটে ২০০ জন জঙ্গি মরেছে, ফাঁস পাক সেনা অফিসারের, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

জঙ্গিদের মৃত্যুর সংখ্যা নিয়ে যখন হইচই চলছে, তখন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান প্রথম থেকে বালাকোটে এয়ার স্ট্রাইকের বিরোধিতা করে চলেছে। পাশাপাশি এটাও জানিয়েছে, কয়েকটি গাছ ধ্বংস করা ছাড়া সেখানে কিছুই হয়নি। অথচ ভারতের বায়ুসেনা জানিয়েছে, জঙ্গি ঘাঁটিতে হামলা করে যা উদ্দেশ্য ছিল তা সফল হয়েছে। হামলার আগে সেখানে কয়েকশো মোবাইল নম্বর অ্যাক্টিভ ছিল। ফলে তা থেকে বোঝা যেতে পারে বহু জঙ্গি মারা গিয়েছে।

বালাকোটে ২০০ জন জঙ্গি মরেছে, ফাঁস পাক সেনা অফিসারের, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

জঙ্গিদের মৃত্যুর সংখ্যা নিয়ে যখন হইচই চলছে, তখন একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দাবি করা হচ্ছে, পাকিস্তানি সেনার পোশাক পরা আধিকারিকই স্বীকার করছেন, হামলায় ২০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

ভিডিওটি টুইট করেছেন সেঞ্জে হসনান সেরিং। তিনি মার্কিন সমাজকর্মী যিনি পাকিস্তানের গিলগিটে কাজ করেন। পাক সেনার পোশাক করা ব্যক্তি শিশু সহ সকলকে সান্ত্বনা দিচ্ছেন এই বলে যে শহিদ হওয়া তাকে কপালে লেখা ছিল। এসব সকলের ভাগ্যে জোটে না।

ভিডিও পোস্ট করে সেরিং লিখেছেন, কোনও সংবাদমাধ্যমকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। এই ভিডিওর সত্যাসত্য কতটা রয়েছে তা নিয়ে সেরিং নিজেই খানিক সন্দেহ প্রকাশ করেছেন। তবে বালাকোটের হামলা নিয়ে পাকিস্তান যে গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে যাচ্ছে তা নিয়ে তিনি নিশ্চিত বলে জানিয়েছেন এই সমাজকর্মী।

English summary
Total 200 terrorists killed in IAF Balakot airstrikes, admits Pakistan army man in viral video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X