For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌করোনা রোগীদের মনোবল বাড়াতে পাক চিকিৎসকরা ভাঙ্গরা করলেন, ভাইরাল ভিডিও

‌করোনা রোগীদের মনোবল বাড়াতে পাক চিকিৎসকরা ভাঙ্গরা করলেন, ভাইরাল ভিডিও

Google Oneindia Bengali News

গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে পাকিস্তানেও করোনা ভাইরাসের সংক্রমণ জোরদার হয়ে দেখা গিয়েছে। আক্রান্ত রোগীরা স্বাভাবিকভাবেই খুবই আতঙ্কে রয়েছেন। এরকম পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানের স্বাস্থ্য কর্মীরাও তাঁদের রোগীদের মনোবল বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন। গান–বাজনার মাধ্যমে চিকিৎসকরা রোগীদের ওপর থেকে করোনার চাপ কমাতে চাইছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে চিকিৎসকরা জনপ্রিয় গান '‌চিট্টা ছোলা’‌ গানে ভাঙ্গরা করছেন।

‌করোনা রোগীদের মনোবল বাড়াতে পাক চিকিৎসকরা ভাঙ্গরা করলেন, ভাইরাল ভিডিও


ওই ভিডিও ক্লিপে চিকিৎসকদের সঙ্গে রোগীরাও ঢোলের তালে নাচতে শুরু করে দেন। এই ভাইরাল ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন। তার মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। পাকিস্তানে ২৭২ জন নতুন করোনা সংক্রমণ সহ ৬ হাজার কেস বুধবার পর্যন্ত রিপোর্ট হয়েছে।

যদিও এই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,৪৪৬ জন এবং ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর আগেও একদল চাকিৎসক পুরো সুরক্ষা বর্মে নিজেদের ঢেকে '‌ছোড়ো কাল কি বাতে’‌ গান করছিলেন, যাতে করোনা ভাইরাস মহামারির সঙ্গে সকলে লড়াই করার সাহস পান। যা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

English summary
In the clip, the patients too can be seen joining the doctors in the gig as the medics continue to dance to the ‘dhol beats’. The viral video has been shared by many, including former cricketer and BJP MP Gautam Gambhir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X