For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এ বছর অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা পেল ‘‌জলবায়ুর জরুরি অবস্থা’‌ শব্দটি

Google Oneindia Bengali News

সারা বিশ্বজুড়ে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা নিয়ে ক্রমবর্ধমান আলোচনার পর অক্সফোর্ড ডিকশনারি এ বছর শব্দ হিসাবে '‌জলবায়ুর জরুরি অবস্থা’‌ ঘোষণা করেছে।

‘‌জলবায়ুর জরুরি অবস্থা’‌ শব্দটি জায়গা পেল অক্সফোর্ডে


অক্সফোর্ড এই '‌জলবায়ুর জরুরি অবস্থা’‌–র অর্থ হিসাবে বিশদভাবে বলেছে, '‌জলবায়ু পরিবর্তন হ্রাস বা বন্ধ করতে এবং এর ফলে সম্ভাব্য অপরিবর্তনীয় পরিবেশের ক্ষতি এড়াতে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার’‌। ২০১৯ সালে কেন্দ্রীয় আকর্ষণ ছিল জলবায়ু। অক্সফোর্ড জানিয়েছে, 'জলবায়ু জরুরি অবস্থা শব্দটির ব্যবহার ২০১৯ সালে খুব দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং সেপ্টেম্বরের মধ্যে এটি আগের বছরের তুলনায় ১০০ গুণ বেশি প্রচলিত ছিল।’‌ পরিসংখ্যানভাবে বলতে গেলে, নতুন শব্দ জরুরি অবস্থা এর সঙ্গে শুধু যোগ হয়েছে। বিশ্বে স্বাস্থ্য শব্দের চেয়ে সবচেয়ে বেশিবার এই জলবায়ু শব্দটি নিয়ে মানুষ গবেষণা করেছে।

এই শব্দটি রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে '‌আমাদের সময়ের নির্ধারিত সমস্যা’‌ অভিহিত করে বলে এটি '‌জনসাধারণের সচেতনতা’‌ প্রতিফলিত করে। এই শব্দটি ছাড়াও অক্সফোর্ডে নতুন যোগ হয়েছে '‌ক্লাইমেট ক্রাইসিস’‌, '‌ক্লাইমেট অ্যাকশন’‌, '‌ক্লাইমেট ডেনিয়াল’‌, '‌ইকো–অ্যানজাইটি’‌, '‌এক্সটিংশান’‌, '‌ফ্লাইট শেম’‌, '‌গ্লোবাল হিটিং’‌, এবং '‌প্ল্যান্ট বেসড’‌। তবে '‌ক্লাইমেট এমার্জেন্সি’‌ বা '‌জলবায়ুর জরুরি অবস্থা’‌ অক্সফোর্ড ডিকশনারিতে শীর্ষে রয়েছে।

English summary
Oxford Dictionaries declared 'climate emergency', as the word of the year for 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X