For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এ বছর মহামারির বিরুদ্ধে লড়াই ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেসের থিম

এ বছর মহামারির বিরুদ্ধে লড়াই ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেসের থিম

Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, যা বিশ্বের প্রত্যেকটি মানুষেকই শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত করেছে। এরই আতঙ্কের মাঝে শুক্রবার রাষ্ট্রপুঞ্জের ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেসের প্রচারের থিম সূচনা করা হল। এ বছর এই থিম উৎসর্গ করা হয়েছে ঐক্যবদ্ধ মানবতা ও বিশ্ব মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জয়।

এই প্রচারের মাধ্যমে 'হ্যাপিনেস ফর অল, টুগেদার’‌–এই সংগঠন ২০৬টি দেশ ও অঞ্চলের কাছে আর্জি জানিয়েছে যে এই কঠিন সময়ে বিশ্বকে একসঙ্গে লড়ার জন্য এই বিশ্বসুখের ১০টি পদক্ষেপ অনুসরণ করতে হবে। ‌সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, '‌আমাদের সঙ্গে যোগ দিন এবং মানবাতার ওপর কোভিড–১৯–এর যে হুমকি রয়েছে তা খতম করে দিন। ২০২০ সাল আমরা খুশির সঙ্গে পালন করি।’‌ ১০টি পদক্ষেপ হল

দশটি পদক্ষেপ

দশটি পদক্ষেপ

১)‌ একসঙ্গে লড়াই করি

২)‌ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চলি

৩)‌ বিশ্বের আনন্দের অনুষ্ঠানগুলিতে ভার্চুয়ালি যোগ দিই

৪)‌ সামাজিকভাবে অনলাইন থাকি

৫)‌ দয়ালু হই ও ভাগ করে নিই

৬)‌ সক্রিয় ও মনোযোগী থাকুন

৭)‌ আশাবাদী, ইতিবাচক ও প্রাণোচ্ছল থাকুন

৮)‌ সত্য ও খবর সম্পর্কে জানুন, ভুয়ো জিনিস এড়িয়ে যান

৯)‌ প্রকৃতি বাইরের পরিবেশের মজা নিন

১০)‌ হ্যাপটালিজম-পদ্ধতিগত পরিবর্তনের বিষয়ে ভাবুন আমরা সেটা করতে পারলে এটা আর কখনই হবে না।

রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি–জেনারেলের প্রতিক্রিয়া

রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি–জেনারেলের প্রতিক্রিয়া

রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি-জেনারেল অ্যান্টোনিও গুতের্রাস বলেন, ‘একটি মহামারি আমাদের মানব পরিবারের অপরিহার্য আন্তঃসংযোগকে চালিত করছে। কোভিড-১৯ এর মুখোমুখি বিশ্বজুড়ে ঘটে যাওয়া যে সমস্ত উদারতার ঘটনা শুনতে পাচ্ছি, তার দ্বারা আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি।'‌‌ তিনি বলেন, ‘‌আমরা একসঙ্গেই আছি এবং আমরা একসঙ্গেই এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাব।'‌

প্রত্যেক বছর পালন করা হয় ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে

প্রত্যেক বছর পালন করা হয় ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে

প্রত্যেক বছর নতুন নতুন থিম নিয়ে ২০ মার্চ এই ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস উদযাপন হয়। এই বছর কোভিড-১৯-এর বিরুদ্ধে যে লড়াই তাকে উৎসর্গ করা হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে আবার সুখের দিন আসবে বলেই মনে করে রাষ্ট্রপুঞ্জ।

English summary
Through the campaign - 'Happiness For All, Together'- the organisation urges all 206 nations and territories on the planet to fight the tough times together by following the 'ten steps to global happiness.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X