For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের গাড়িকে আঙ্গুল দেখানোর ছবি সোশাল মিডিয়ায় প্রকাশের পর চাকরি হারালেন এক মহিলা

প্রেসিডেন্ট ট্রাম্প এই গাড়িবহরে করে যাচ্ছিলেন। তার পেছনেই একটি সাইকেলে ছিলেন এই মহিলা। একসময় তিনি মি. ট্রাম্পকে বহনকারী গাড়ির দিকে তার মধ্যমা উঁচু করে তুলে ধরেন।

  • By Bbc Bengali

প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িকে আঙ্গুল দেখাচ্ছেন তিনি
AFP/GETTY
প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িকে আঙ্গুল দেখাচ্ছেন তিনি

প্রেসিডেন্ট ট্রাম্প এই গাড়িবহরে করে যাচ্ছিলেন। তার পেছনেই একটি সাইকেলে ছিলেন এই মহিলা। একসময় তিনি মি. ট্রাম্পকে বহনকারী গাড়ির দিকে তার মধ্যমা উঁচু করে তুলে ধরেন।

তার এই ছবিটি প্রকাশিত হলে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে খবরে বলা হচ্ছে।

ছবিটি তোলা হয়েছে ভার্জিনিয়ায়। গত ২৮শে অক্টোবর। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে গল্ফ খেলতে গিয়েছিলেন তার খুব কাছেই। তারপর এই ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিলো।

ছবিতে যে সাইকেল চালককে দেখা যাচ্ছে তাকে চিহ্নিত করা হয়েছে জুলি ব্রিস্কম্যান হিসেবে।

এই ছবিটি তিনি অনলাইনে তার প্রোফাইল হিসেবে প্রকাশ করার পর তিনি যেখানে কাজ করতেন সেই অ্যাকিমা এলএলসি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে কোম্পানিটির সাথে যোগাযোগের চেষ্টা করেছিলো বিবিসি। কিন্তু কোম্পানিটির পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।

তবে মিস ব্রিস্কম্যান যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোকে বলেছেন, তার ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার খবরটি অফিসের এইচ আর বিভাগকে জানানোর পর তাকে একটি মিটিং-এ ডেকে পাঠানো হয়।

হাফিংটন পোস্ট নিউজ ওয়েবসাইটকে তিনি জানান, অফিসের নির্বাহী কর্মকর্তারা তখন তাকে বলেছেন, তারা মনে করেন এই ছবিটি 'অশোভন' অথবা 'অশ্লীল।' আর সেকারণে তারা মনে করেন যে এই ছবিটি পোস্ট করে তিনি তাদের অফিসের সোশাল মিডিয়া নীতি ভঙ্গ করেছেন।

রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে প্রতিবাদ জানানো নতুন কিছু নয়
AFP/GETTY
রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে প্রতিবাদ জানানো নতুন কিছু নয়

এই ছবিটি তিনি টুইটার ও ফেসবুকে প্রকাশ করেছিলেন।

তবে মিস ব্রিস্কম্যান বলেছেন, ম্যানেজমেন্টকে তিনি বোঝানো চেষ্টা করেছিলেন ছবিটি যখন তোলা হয় তখন তিনি কাজের সময়ের মধ্যে ছিলেন না।

এমনকি তিনি অফিসের কথাও সেখানে বলেন নি।

মিস ব্রিস্কম্যান আরো অভিযোগ করেছেন, কিন্তু তার অন্য এক পুরুষ সহকর্মীর বেলায় এরকম ঘটনায় তাকে চাকরি হারাতে হয়নি। কিন্তু তাকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হলো- জানতে চান তিনি।

৫০ বছর বয়সী মিস ব্রিস্কম্যান দুই সন্তানের মা। এর আগে সরকারি একটি অফিসেও তিনি চাকরি করেছিলেন।

চাকরি হারানোর পরেও তিনি বলছেন, ওভাবে আঙ্গুল তুলে ধরার ঘটনায় তিনি অনুতপ্ত নন।

তিনি বলেন, "আমি ঠিকই করেছি।"

"আমাদের দেশ এখন যেখানে গিয়ে পৌঁছেছে তাকে আমি ক্ষুব্ধ। এটা ছিলো আমার জন্যে কিছু একটা বলার সুযোগ," বলেন তিনি।

English summary
this-lady-cyclist-loose-job-after-showing-middle-finger-dona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X