For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাঁতার কেটে হাঙর থেকে কিভাবে রক্ষা পেলেন এক ব্রিটিশ ডাইভার?

ব্রিটেনের একজন ডাইভার অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন মাছ ধরতে। সেখানে একটি ১৩ ফিট লম্বা ভয়ঙ্কর হাঙরের মুখোমুখি হয়েছিলেন। হাঙরটি রীতিমতো তার পিছু নিয়েছিলো।

  • By Bbc Bengali

ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক জন ক্রেইগ এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ায় মাছ ধরতে গিয়েছিলেন।

ফিরে এসে জানালেন তিনি সেখানে একটি ১৩ ফিট লম্বা ভয়ঙ্কর হাঙরের মুখোমুখি হয়েছিলেন।

তিনি বলছিলেন, "আমি ভাবছিলাম আমি আজই শেষ। এটাই বোধ হয় আমার শেষ দিন। এভাবেই বোধহয় আমার মৃত্যু হবে।"

হাঙরটিকে নাকি তার সাবমেরিনের মতো মনে হয়েছিলো।

সমুদ্রে সাড়ে সাত কিলোমিটারের বিশাল পথ সাঁতার কেটে তবেই তার হাত থেকে প্রাণে বেঁচেছেন তিনি।

জন ক্রেইগ গিয়েছিলেন পশ্চিম অস্ট্রেলিয়াতে স্পিয়ার ফিশিং করতে।

যা হলো পানির নিচে বর্শা ছুড়ে মাছ গেঁথে ফেলার মাধ্যমে শিকার।

তিনি এর প্রশিক্ষক হিসেবেও কাজ করেন।

পানির নিচে থেকে মাথা তুলে দেখলেন নৌকাসহ তার বন্ধু হঠাৎ গায়েব হয়ে গেছেন।

শক্তিশালী স্রোত ভাসিয়ে নিয়ে গেছে তাদের।

এমন সময় দেখতে পেলেন তার দিকে আসছে একটি টাইগার শার্ক।

সমুদ্রে ঐ এলাকাটির নামও শার্ক বে। হাঙরটি জন ক্রেইগকে ঘিরে চার পাশে সাঁতার কাটতে শুরু করলো।

সেটির দিকে এক পর্যায়ে বর্শা তাক করলেন ক্রেইগ।

কিন্তু কতক্ষণ আর সেভাবে ভেসে থাকবেন?

টাইগার শার্ক
AFP
টাইগার শার্ক

হঠাৎ বহু দূরে দিগন্তে এক চিলতে কিছু একটা দেখতে পেলেন।

যা আসলে ছিল প্রাণীদের জন্য একটি সংরক্ষিত এলাকার তীর।

এক পর্যায়ে সেই তীরের দিকে সাঁতার কাটতে শুরু করলেন ক্রেইগ।

হাঙরটিও তাঁকে 'অনুসরণ' করছিলো বলে জানালেন ক্রেইগ।

পরে জানতে পেরেছেন জায়গাটি সাড়ে সাত কিলোমিটার দূরে।

সেখানে পৌঁছাতে তাঁর সময় লেগেছে তিন ঘন্টা।

হাঙরের খাবার হিসেবে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়নি।

English summary
this is how a british got rid of a shark by swimming
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X