For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কঠিন সময়েও কোন কোন দেশ কোভিডমুক্ত, রইল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তালিকা

কঠিন সময়েও কোন কোন দেশ কোভিডমুক্ত, রইল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তালিকা

  • |
Google Oneindia Bengali News

বিশ্বে প্রায় ২ বছর ধরে বিশ্ববাসী করোনাকে সঙ্গী করে চলছে। কত মানুষকে কেড়েছে এই কোভিড। এর মারণ মহামারির জেরে কত মানুষ চাকরি হারিয়েছেন। তবুও এই ভাইরাস আঘাত হানতে কিন্তু থামায়নি। দোসর করে নিয়ে এসেছেন নানান ভ্যারিয়েণ্টকে। তাঁদের দাপটে অতিস্ট মানুষ। প্রতিদিন হুহু করে বেড়েছে কোভিড গ্রাফ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে এর প্রভাব সব থেকে বেশি ছিল। তাঁদের তরফে ১০ টি দেশের তালিকা দেওয়া হয়েছে। যেখানে কোভিড গ্রাফ শূন্য। তবে, এই জিরো কোভিড দেশগুলি কিন্তু বেশিরভাগই প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের দ্বীপ।

জানা গিয়েছে, আজ থেকে কয়েক মাস আগেও কিন্তু এই দেশগুলিতে করোনা গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী ছিল কিন্তু সেই চিত্রটি এখন পরিবর্তন হচ্ছে। ক্রমশই নিম্নমুখী হয়েছে। শূন্য কোভিড কেস আছে এমন দেশের তালিকা দেওয়া হল।

টুভালু

টুভালু

টুভালু দেশটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। কমনওয়েলথের সদস্যরা জানিয়েছেন এই দেশের সীমানা বাধ্যতামূলকভাবে বন্ধ রাখা হয়েছিল। WHO এর মতে, ১০০ জনের মধ্যে ৫০ টি করোনার ডবল ডোজ টিকা পেয়েছেন।

 টোকেলাউ

টোকেলাউ

টোকেলাউ দ্বীপটি মাত্র ১০ বর্গকিলোমিটার এলাকার একটি দ্বীপ। এখানে করোনা মুক্ত হিসাবে ধরা হয়। দ্বীপটি নিউজিল্যান্ডের কাছে অবস্থিত। এখানে ১৫০০ জন জনসংখ্যা রয়েছে।

সেন্ট হেলেনা

সেন্ট হেলেনা

কন্সন্টাটিনোপলের সেন্ট হেলেনা নাম থেকে সেন্ট হেলেনা নামটি করা হয়েছে। যা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ হিসাবে ধরা হয়। একটি ব্রিটিশ বিদেশী অঞ্চল। WHO জানায় এখানে ১০০ জনের মধ্যে ৫৮.১৬ জন করোনার ডবল ডোজ টিকা পেয়েছেন।

পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জ

পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জ

এই দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এখানে প্রথম বাস করতেন পলিনেশিয়ানরা পিটকের্নরা। কিন্তু ১৬০৬ সালে ইউরোপীয়রা এটা প্রথম এই খুঁজে বের করে। তখন এটি দ্বীপগুলি জনবসতিহীন ছিল। ডব্লিউএইচওর মতে, প্রতি ১০০ জনে ৭৪ জন কোভিডের সম্পূর্ণ টিকা পেয়েছে।

নিউ

নিউ

এই নিউ দ্বীপটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত আরেকটি দ্বীপ। কয়লা-প্রাচীর ডাইভ সাইটের জন্য এই দ্বীপের বিশেষ নাম আছে। এখানে ১০০ জনের মধ্যে ৭৯ জনের থেকে বেশি মানুষ করোনা টিকা পেয়েছেন।

নাউরু

নাউরু

এই দেশটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি একটি জাপানি ফাঁড়িও ছিল এখানে। ১০০ জনের প্রায় ৬৮ জনকে করোনার ডবল ডোজ দেওয়া

 মাইক্রোনেশিয়া

মাইক্রোনেশিয়া

এই রাজ্যটি চারটি রাজ্যের সমন্বয়ে গঠিত। চুক, কোসরা, পোহনপেই ও ইয়াপ। এখানে ১০০ জনের মধ্যে ৩৮.৩৭ জন টিকা পেয়েছেন।

English summary
these countries have zero corona cases say who
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X