For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' আর মোদীর 'মেক ইন ইন্ডিয়া' পরস্পর বিরোধী নয়, বললেন ইভাঙ্কা

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' আর ভারতের প্রধানমন্ত্রী মোদীর 'মেক ইন ইন্ডিয়া' কোনও ভাবেই পরস্পর বিরোধী নয়। এমনটাই জানালেন, আমেরিকার প্রেসিডেন্টের পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প।

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' আর ভারতের প্রধানমন্ত্রী মোদীর 'মেক ইন ইন্ডিয়া' কোনও ভাবেই পরস্পর বিরোধী নয়। এমনটাই জানালেন, আমেরিকার প্রেসিডেন্টের পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প।

আগামী ভারত সফর নিয়ে আশাবাদী ইভাঙ্কা ট্রাম্প

আগামী সপ্তাহেই ভারতে আসছেন ইভাঙ্কা ট্রাম্প। হায়দরাবাদে গ্লোবাল ইকনোমিক সামিট-এ যোগ দেবেন ইভাঙ্কা। ভারত সফরের আগে তিনি বলেন, 'আমেরিকা ফার্স্ট'-এর অর্থ এই নয় যে তা বাকি পৃথিবীর থেকে আলাদা। তাঁর মতে সব দেশের সরকারই তাদের দেশের মানুষকে প্রাধান্য দেয়। ইভাঙ্কা ট্রাম্প বলেন, ট্রাম্প প্রশাসন মনে করে, অর্থনীতি নিয়ে দুদেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও দৃঢ় হবে।

আমেরিকার প্রেসিডেন্টের কন্যা বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশিমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠককে তিনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। হায়দরাবাদেই হবে এই বৈঠক। দুদেশের বাণিজ্যে ভারসাম্য না থাকার বিষয়টি সামনে উঠে এলেও, অর্থনীতি এবং দুদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।

এ বছরের গ্লোবাল এন্ট্রিপ্রেনিয়রশিপ সামিট-এ ভারত এবং আমেরিকার মধ্যে যোগাযোগের একটা উইল বলেও মন্তব্য করেছেন ইভাঙ্কা।

ইভাঙ্কা ট্রাম্প জানিয়েছেন, অনুষ্ঠানের উদ্বোধনী দিন অর্থাৎ ২৮ নভেম্বর ছাড়াও, ২৯ নভেম্বরের অনুষ্ঠানেও অংশ নেবেন।

English summary
America First is not at the exclusion of rest of the world told Ivanka Trump. Most governments prioritize people of their country, but that is not in a vacuum. Ivanka would be participating in the inauguration of Global Entrepreneurship Summit at Hyderabad with Prime Minister Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X