For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যের বিকল্প আলোর দেখা মিলছে এই শহরে !

জার্মানির জুলিখ শহরে এখন আলোর অভাব নেই। খোদ সূর্যের আলোকে টক্কর দেওয়ার মতো তেজিয়ান আলো আবিষ্কারে হয়ে গিয়েছে সেখানে।

  • |
Google Oneindia Bengali News

জার্মানির জুলিখ শহরে এখন আলোর অভাব নেই। খোদ সূর্যের আলোকে টক্কর দেওয়ার মতো তেজিয়ান আলো আবিষ্কারে হয়ে গিয়েছে সেখানে। তৈরি হয়েছে কৃত্রিম সূর্য লাইট, যার নাম সিনলাইট।

প্রকৃতি বান্ধব এই আলো তৈরি হয়েছে ১৪৯ টি ইন্ডাস্ট্রিয়াল-গ্রেড ফিল্ম প্রজেক্টর স্পটলাইট দিয়ে। ফলে এই আলোর তেজ , বিশ্বের অন্য সমস্ত আলোকে হার মানাতে পারে। সূর্যের বিকল্প আলো হিসাবে একে দেখছেন বিজ্ঞানীরা। পাশপাশি এই আলোকে শক্তির উৎস হিসাবেও ধরা হচ্ছে।

সূর্যের বিকল্প আলোর দেখা মিলছে এই শহরে !

সিনলাইটকে নির্মাণ করেছেন জার্মান এয়রোস্পেস সেন্টারের বিজ্ঞানীরা। একটি তিনতলা বাড়িতে এই গোটা প্রজেক্টটি নিয়ে কাজ চলছে। উল্লেখ্য, একটি সাধারণ বাল্বের তুলনায় সিনলইটের প্রতিটি বাল্ব থেকে ৪০০০ গুণ বেশি আলো পাওয়া যায় । তাতেই বোঝা যাচ্ছে কতটা শক্তিশালী এই আলোর তেজ।

দেখা গিয়েছে, নির্দিষ্ট লক্ষ্যে যদি এইসিনলাইটকে ফেলা হয় তাহলে দেখা যাচ্ছে সেই জায়াগাটি ৩ হাজার ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে যাচ্ছে। এই লাইটকে চালাবার জন্য খুবই কম পরিমাণ বিদ্য়ুৎ ব্য়বহার করা হচ্ছে। ৪ জন মানুষের বসবাস করা গৃহস্থে যেরকম ধরণের বিদ্য়ুৎ খরচ হয়, সিনলাইটের ক্ষেত্রেও সেই পরিমাণ বিদ্য়ুৎই খরচ হয়।

English summary
The world's largest artificial sun emitted light in a town called Julich, Germany. The artificial sun is powered by 149 industrial-grade film projector spotlights. It is designed to create an alternate source of energy which can generate climate-friendly fuel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X