For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভ্যাকসিন প্রয়োগের ভিডিও মানুষকে অশ্রুসিক্ত করে তুলছে, একটি আবেগঘন মুহূর্ত

করোনার মহামারী প্রাণ কেড়েছে লক্ষ লক্ষ মানুষের। গোটা ২০২০ সাল এই একটা মহামারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অবশেষে সেই করোনার প্রকোপ থেকে মুক্তির স্বাদ দিয়েছে ফাইজার ভ্যাকসিন।

  • |
Google Oneindia Bengali News

করোনার মহামারী প্রাণ কেড়েছে লক্ষ লক্ষ মানুষের। গোটা ২০২০ সাল এই একটা মহামারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অবশেষে সেই করোনার প্রকোপ থেকে মুক্তির স্বাদ দিয়েছে ফাইজার ভ্যাকসিন। মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রন্ট লাইনার নার্সের শরীরে প্রয়োগ হয়েছেন এই ভ্যাকসিন। এই ভ্যাকসিন সরবরাহের ভিডিও মানুষের চোখে আনন্দাশ্রু এনে দিয়েছে।

করোনা ভ্যাকসিন প্রয়োগের ভিডিও মানুষকে অশ্রুসিক্ত করে তুলছে

করোনাভাইরাসের ভ্যাকসিন বোঝাই ট্রাকের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপিং দেখে মানুষ আবেগবিহ্ব হয়ে পড়েছেন। আমেরিকার মিশিগানে ট্রাকে করে সরবরাহ শুরু হয়েছে ফাইজার ভ্যাকসিনের। তা দেখেই মানুষ উচ্ছ্বিসত, উদ্বেলিত। প্রায় ন-মাস বন্দিদশায় কেটেছে। এখন ভ্যাকসিন দেখে মা তাই সন্তানকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমেরিকায়।

চোখের জল আর বাঁধ মানছে না। করোনা ভ্যাকসিনের প্রতিক্রিয়া দিয়ে তা ভিডিও শুনে অবাক হয়ে গিয়েছেন নিজেই। এণন কাহিনি উঠে এসেছে অ্যালেক্স লেটনের কথায়। তিনি আবেগপ্রবণ নয়। কিন্তু এই খবর তাঁকে সংবেদনশীল করে তুলেছেষ তিনি আত্মহারা হয়ে গিয়েছেন। বলেছেন- "এটি ট্রাক, আপনি কি জানেন? এটিতে মহাবিশ্বের সবচেয়ে দামী জিনিস রয়েছে। আমি আবার কাঁদতে শুরু করব।"

সোমবার সকালে নিউইয়র্কের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে এসে পৌঁছেছিল ট্রাকভর্তি করোনা ভ্যাকসিন। সেখান থেকে নিয়েই একটি ডোজ দেওয়া হয়েছিল নার্স সান্দ্রা লিন্ডসের বাম বাহুতে। মেইনের ওয়াটারভিলিতে গাইল কার্লসন লিন্ডসেকে ভ্যাকসিনের ইঞ্জেকশন দেওয়ার দৃশ্য দেখেছিলেন টেলিভিশনে।

কার্লসন বলেন, "তা দেখে আমি যে চেয়ারে ভ্যাকসিন গ্রহণ করছিলাম, সে সম্পর্কে চিন্তাভাবনা করতে শুরু করি। আদতে যিনি নিচ্ছিলেন তিনি স্পষ্টতই ফ্রন্ট-লাইনের স্বাস্থ্যকর্মী ছিলেন। আমি আক্ষরিকভাবে অশ্রুসিক্ত হয়েছিলাম।" কার্লসন বলেন, "আমি এখনও স্বপ্ন দেখছি, অশ্রুসিক্ত হচ্ছি, এটি চিন্তা করে।"

English summary
The video of the corona vaccine application is making people cry, an emotional moment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X